প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:৫৩ PM
পাকিস্তানের ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ের পর, ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যায় বাংলাদেশ। আত্মবিশ্বাস পেয়েও রোহিত-কোহলিদের বিপক্ষে প্রথম ম্যাচ ২৮০ রানের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারে টাইগাররা। কানপুর টেস্টে টাইগারদের হারানোর ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। যার সুবাধে আইসিসি থেকে সুখবর পেয়েছেন তিনি।
এদিকে ভারতের কাছে সিরিজ ধবলধোলাই হলেও বল হাতে অসাধারণ পারফরম্যান্সের সুবাধে আইসিসি থেকে সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হসান। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন বুমরাহ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটের জয়ে বুমরা নিয়েছেন ৬ উইকেট। একই টেস্টে অশ্বিনও ৫ উইকেট নিয়েছেন। র্যাঙ্কিংয়ে এক রেটিং পয়েন্ট কম নিয়ে বুমারহ (৮৭০) পর অবস্থান করছেন তিনি। এদিকে মেহেদী হাসান মিরাজ ৪ ধাপ এগিয়ে ১৮তে উঠে এসেছেন, অন্যদিকে সাকিব পাঁচধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে।
ব্যাটারদের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে ৪৭ ও ২৯ রানের ইনিংস খেলে ৬ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ছয় নম্বরে উঠে এসেছেন তিনি। এদিকে কানপুর টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ১৬ ধাপ লাফিয়ে ৪২ নম্বরে উঠেছেন মুমিনুল। অন্যদিকে যশ্বসী জয়সওয়ালও ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দুই ধাপ এগিয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি অর্জন করেছেন ক্যারিয়ার সেরা রেটিং। ৮৯৯ রেটিং নিয়ে ব্যাটারদের শীর্ষে রয়েছে জো রুট এবং দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ডের তারকা পেসার কেন উইলিয়ামসন।