বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


চলতি মাসে আসতে পারে ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:৫১ PM

অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ মাসে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে। সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

মাসের প্রথম দিকে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেবে এবং সারাদেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার আবহাওয়া বিশেষজ্ঞদের সভায় সেপ্টেম্বর মাসের আবহাওয়া পর্যালোচনা করা হয় এবং চলতি মাসের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়। পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এছাড়া মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বিদায় নিতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় এবং সারাদেশে তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। দেশের নদ-নদীগুলোর অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক অবস্থা থাকবে, তবে ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এদিকে, আজ সারাদেশে কম-বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এই সময় সারাদেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রাতে ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি খেলে কী হয়?
বিদেশি লিগে দল কিনে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ইতিহাস
পুলিশের নীরবতায় আদালতে আ.লীগ নেতারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে: রিজভী
কোটির ঘরে একশো নাটক, রেকর্ড গড়লেন হিমি
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৪ জন আটক
মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
নাটোরে বিহারী নাসিম গ্রুপের ৭ সদস্য সেনা হেফাজতে
ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের একদফা দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত
চেহারায় ভদ্র, হাতে ইয়াবা-কালীগঞ্জে গ্রেপ্তার সালাউদ্দিন”
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com