প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭:৩২ PM
আগস্ট ও সেপ্টেম্বর মাসে ঢালিউডে নতুন সিনেমার মুক্তির সম্ভবনা তৈরি হলোও আন্দোলন এবং বন্যার কারণে সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর শোবিজ অঙ্গনে ফিরতে শুরু করেছে চঞ্চলতা। সেপ্টেম্বর থেকে সিনেমা, সিরিজ মুক্তির ঘোষণাও দিতে থাকেন প্রযোজকেরা। সেসময় মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্র ও সিরিজের সংখ্যা ছিল হাতে গোনা। তবে অক্টোবরে সিনেমা ও সিরিজের সংখ্যা বেড়েছে। এক নজরে দেখে নেয়া যাক অক্টোবরে সম্ভাব্য মুক্তি প্রাপ্ত সিনেমা ও সিরিজের তালিকা-
‘চক্র’, আই স্ক্রিন
ভিকি জাহেদের ‘চক্র’ মুক্তি পাবে ১০ অক্টোবর। প্রায় দেড় দশক আগে একই পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার ঘটনাকে উপজীব্য করে সিরিজের চিত্রনাট্য লিখেছেন ভিকি জাহেদ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, শাহেদ আলী, এ কে আজাদ।
‘রঙিলা কিতাব’, হইচই
‘রঙিলা কিতাব’ দিয়ে ফিরছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। তাকে নিয়ে অরিজিনাল সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। মুক্তির দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। তবে হইচই জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি সিরিজটি মুক্তি দেবে তারা। দিন দুয়েকের মধ্যে প্রচারণা শুরু করবে। সিরিজের অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে পরীমনির সঙ্গে মোস্তাফিজ নূর ইমরানকে দেখা গেছে।
‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’, চরকি
অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সিনেমা ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’। চরকি জানিয়েছে, ওয়েব সিনেমাটি এ মাসেই মুক্তি পাবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করা হবে। ছবিটি নিয়ে নির্মাতা রেজাউর রহমান জানান, এটি একটি ভালোবাসার গল্প। সামাজিক স্টিগমা নিয়ে গল্পটা সাজানো হয়েছে। এতে দীঘি, শাওন, কারিনা কায়সারসহ অনেকে অভিনয় করেছেন।
‘বিভাবরী’, দীপ্ত প্লে
অক্টোবরেই মুক্তি পাবে ‘বিভাবরী’। ভৌতিক গল্প নিয়ে নির্মিত ওয়েব ছবিটি নির্মাণ করেছেন টিটু রহমান। ওটিটি প্ল্যাটফর্মটি মুক্তির দিনক্ষণ এখনো প্রকাশ্যে আনেনি।
‘শরতের জবা’, প্রেক্ষাগৃহ
দুর্গাপূজা উপলক্ষ্যে ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কুসুম শিকদার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’। সিনেমার চিত্রনাট্য, প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। কুসুম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভুঁইয়া, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
‘জিম্মি’, প্রেক্ষাগৃহ
৪ অক্টোবর ‘জিম্মি’ নামে আরেকটি চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে শিরিন শিলা, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে অভিনয় করেছেন।