বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


বিদায় বেলায় সাকিবকে উপহার দিলেন কোহলি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৫:৫৭ PM

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব ঘোষণা দিয়েছেন লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে বিদায় বলতে চান সাদা পোশাককে সাকিব। তবে তার জন্য চেয়েছেন নিরপত্তা ইস্যু। কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে মামলা, দেশে ফিরলে গ্রেপ্তারও হতে পারেন তিনি। ফলে ঘরের মাটিতে তার বিদায় নিয়ে রয়েছে ধোয়াশা। 

রাজনীতিক পট পরিবর্তনে তার বর্তমান অবস্থার সঙ্গে ক্যারিয়ারের শেষটা হয়ে থাকলো বিবর্ণ! কানপুরের বল হাতে আলো ছড়ালেও ব্যাট হসেনি তার। ২০০৭ সালে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া সাকিবকে লম্বা সময় ধরে রাজত্ব করতে দেখা গিয়েছে। কিন্তু ক্যারিয়ারের শেষ বেলায় বিবর্ণ সাকিবকেই দেখলো ক্রিকেট প্রেমীরা। সাকিবের শেষ এজন্যই বলা হচ্ছে, ঘরের মাটি থেকে বিদায় বলতে চাইলেও, বর্তমান বাস্তবতায় বেশ কঠিন। ফলে কানপুরের মাটিতেই থামতে যাচ্ছে সাকিবের লাল বলের ক্রিকেটের ইনিংস। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ব্যাট হাসেনি টাইগার এই অলরাউন্ডারের। সাকিবের বিবর্ণ ব্যাটিংয়ের দিনে বাংলাদেশকে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে ভারত। 

তবে টাইগার অলরাউন্ডারের শেষটা স্মরণীয় করতে রাখতে সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন সময়ের অন্যনতম সেরা ব্যাটার বিরাট কোহলি। এমআরএফ কোম্পানির ব্যাট ব্যবহার করেন কোহলি। নিজ হাতে সাকিবকে ব্যাট দেন কোহলি। বিদায়ী উপহার দেওয়ার সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। কানপুর টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৭ বলে ৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছে ৪ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে রানের দেখা পাননি সাকিব।    







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রাতে ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি খেলে কী হয়?
বিদেশি লিগে দল কিনে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ইতিহাস
পুলিশের নীরবতায় আদালতে আ.লীগ নেতারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে: রিজভী
কোটির ঘরে একশো নাটক, রেকর্ড গড়লেন হিমি
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৪ জন আটক
মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
নাটোরে বিহারী নাসিম গ্রুপের ৭ সদস্য সেনা হেফাজতে
ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের একদফা দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত
চেহারায় ভদ্র, হাতে ইয়াবা-কালীগঞ্জে গ্রেপ্তার সালাউদ্দিন”
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com