প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২০ PM
বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের সংস্কারে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) কারিগরি ও আর্থিক সহায়তা দেবে। রোববার (২৯ সেপ্টেম্বর) এক বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ব্যাংক ও জ্বালানি খাতের সংস্কারে সহায়তা দিতে বিশ্বব্যাংক ও আইএফসি উভয়েই প্রস্তুত। তবে সহায়তার পরিমাণ কী হবে, তা আগামী অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্মেলনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ২৪ সেপ্টেম্বর আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ড. সালেহউদ্দিন জানিয়েছিলেন, ব্যাংকিং খাত, ভ্যাট ও রাজস্ব কাঠামো, অর্থ পাচার রোধ এবং আর্থিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। তবে আইএমএফ থেকে কতটুকু অর্থ সহায়তা চাওয়া হবে, তা এখনও নির্দিষ্ট হয়নি।