প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৫ PM
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় মাসেও প্রবাসী আয়ে সুবাতাস লক্ষ্য করা যাচ্ছে। আগস্টের ধারাবাহিকতায় সেপ্টেম্বরেও প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর ধারা অব্যাহত রেখেছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য জানিয়েছে। এই ২৮ দিনে দেশে এসেছে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে সাত কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স। প্রতিবেদনে বলা হয়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর আগস্টের একই সময়ে দেশে এসেছিল ২০০ কোটি ৭৬ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। সেপ্টেম্বরের প্রথম চার সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, সেপ্টেম্বরের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া সেপ্টেম্বরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। মূলত শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলনে প্রবাসীরাও একাত্মতা ঘোষণা করে রেমিট্যান্স পাঠানো প্রায় বন্ধ করে দেয়। সেই প্রভাব পড়ে জুলাইয়ে। তবে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রবাসী আয়ের পালে আবার হাওয়া লাগে, যা সেপ্টেম্বরেও অব্যাহত আছে।