প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৫ PM
ফুটবল ক্লাব সিটির আয়োজনে গতকাল সন্ধ্যায় ক্যাসিনো পার্কে মাদ্রিদে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট। প্রবাসে ব্যস্ততার কারনে নক আউট পদ্ধতিতে একই দিনব্যাপি খেলায় মোট বারোটিতে দল অংশ নেয়। সন্ধ্যায় ফ্লাইট লাইটে ফাইনাল খেলায় বিপুলসংখ্যক তরুণ ক্রীড়া মোদী প্রবাসীরা ফুটবল উপভোগ করেন। তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন লাভাপিয়েস সিটি (ক্যাপ্টেন,জাবেদ) রানার আপ হয়েছেন অ্যাবোর্ড সোলস (ক্যাপ্টেন নাবিদ), তৃতীয় স্থান অর্জন করে আন্ডারওয়ার্ল্ড (ক্যাপ্টেন সাকিব), টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সাজ্জাদ,সেরা গোলদাতা পায়েল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ি ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আব্দুল কাইয়ুম সেলিম, বেলাল আহমেদ,তামিন চৌধুরী, আবু জাফর ও বেলাল আহমেদ। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জাবেদ, রানা, পায়েল, আবদুল্লাহ, আহবাব, আফসার, রাফি, রায়হান, শামু। প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আলী বলেন, প্রবাসের বুকে মাদক এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তরুণ যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা আমাদের দায়িত্ব এবং অঙ্গীকার হওয়া উচিত। তিনি আগামী তার বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজনের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।