প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২১ PM
ভারতের এমপক্সের দ্বিতীয় রোগী শনাক্ত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশটির কেরালা রাজ্যে ৩৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে এই ভাইরাসের উপস্থিতি মেলে। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, মালাপ্পুরমের একজন বাসিন্দা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার পর পরীক্ষা করেন। পরে তার শরীরে এমপক্সের ভাইরাস পাওয়া যায়। বর্তমানে ওই রোগীকে অন্যদের থেকে আলাদা করে প্রতিষ্ঠিত মেডিকেল প্রোটোকল অনুসারে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি ফেসবুকে দেয়া এক পোস্টে এমপক্সের লক্ষণগুলো কারো শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়ার অনুরোধ জানিয়েছেন বীনা জর্জ।
এর আগে গত সপ্তাহে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটিতে এমপক্সে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ পাওয়া গেছে। আক্রান্ত ২৬ বছর বয়সী ওই ব্যক্তি হরিয়ানা রাজ্যের হিসার অঞ্চলের বাসিন্দা। এমপক্সের ওয়েস্ট আফ্রিকান প্রকরণ-২-এ আক্রান্ত ওই ব্যক্তিকে তখন নয়াদিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল বলে খবর দিয়েছিল ভারতের গণমাধ্যম।
সূত্র: এনডিটিভি