প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৯ PM
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
রাষ্ট্রপতি জিয়া এই দলের সমন্বয়ক ছিলেন এবং তিনি প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বিএনপির প্রধান বৈশিষ্ট্য ছিল এর নিয়োগ পদ্ধতি। প্রায় ৪৫ শতাংশ সদস্য শুধুমাত্র রাজনীতিতেই নতুন ছিলেন তাই নয়, তাঁরা ছিলেন তরুণ। ১৯৭৮ সালে রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এর যাত্রা শুরু করেন।
২০২৪ সালে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করে। বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুইজারল্যান্ডে বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় জাতীয়তাবাদী আদর্শ পরিলক্ষিত হয়। সুইজারল্যান্ডে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতি করেন শেখ আলাউদ্দিন। কোরআন থেকে তেলাওয়াত করেন আজীজুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন লিপন মোল্লা, মোজাম্মেল হোসেন, হায়দার আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুইজারল্যান্ড বিএনপি'র সভাপতি শেখ আনোয়ার, সুইজারল্যান্ড বিএনপি'র সাধারণ সম্পাদক কবির মোল্লা, লুজান বিএনপির সভাপতি কাউসার মিয়া, লুজান বিএনপির' সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী সভায় সুইজারল্যান্ডের বিভিন্ন প্রান্ত হতে বাংলাদেশিরা তাদের প্রানের সংগঠনে এসে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় উপস্থিত নেতা-কর্মীরা তাঁদের বক্তব্যে দুর্নীতিবাজ স্বৈরাচার আওয়ামীলীগের সমালোচনার পাশাপাশি দুর্নীতিমুক্ত, আইনের শাসন বাস্তবায়ন, স্বাধীন পররাষ্ট্রনীতি ও গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোহাম্মদ ইয়াসিন ও লিপন মোল্লা।