প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৫ PM
ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একটা সময় যাকে মাসের ত্রিশ দিনই শুটিং করতে দেখা যেত। সেভাবে এখন আর নাটকে দেখাই যায় না। বছরে হাতে গোনা কয়েকটি নাটকে হাজির হন। এর মধ্যে বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাকে। সর্বশেষ হইচইয়ের ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এর মাধ্যমে দারুণ সফলতা পেয়েছেন। অবশেষে কয়েক মাস পর আবার নাটকে ফিরলেন ছোটপর্দার সবচেয়ে বড় এই তারকা। রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড’। রুবেল হাসান পরিচালিত এই নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী।
এই জুটির একাধিক নাটক দর্শক ভীষণ পছন্দ করেছে। বিশেষ করে গত বছরের পথে হলো ‘দেরী’র কথা বলতেই হয়।
‘অ্যাবসেন্ট মাইন্ড’ নাটকটির পরিচালক রুবেল হাসান বলেন, ‘অপূর্ব ভাইয়া অনেক দিন পর শুটিংয়ে ফিরলেন। এটা একটা রোমান্টিক কমেডি গল্পের নাটক। এখানে তার সঙ্গে রয়েছেন তটিনী। এই জুটিকে নিয়ে পরপর দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।’
আকবর হায়দার মুন্না প্রযোজিত এ নাটকটি খুব শিগগিরই ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে।