রবিবার ৬ অক্টোবর ২০২৪ ২১ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: ঢাকার যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট       বন্যা পরিস্থিতির অবনতি শেরপুরে, মৃত্যু বেড়ে ৭       লেবাননে ৬ দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত       দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা ৭ দেশের তালিকায় বাংলাদেশ       দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার কোটি টাকা: সিপিডি       ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী গুলি ব্যবহার করা হয়নি: র‍্যাব       সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার      


নতুন প্রেমে মজেছেন নুসরাত!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৭ PM

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে সিনেমার কাজ নিয়ে তেমন সরব নেই তিনি। তবে তার ব্যক্তিগত জীবন মাঝে মাঝেই চলে আসে আলোচনায়। এই মুহূর্তে কোনো ছবির কাজ হাতে না থাকায় নিজেকে সময় দিচ্ছেন ফারিয়া। ব্যস্ততা না থাকায় আছেন একরকম ছুটির মেজাজেই। বেশ অনেকদিন ধরেই অবস্থান করছেন দেশের বাইরে। সেখান থেকে তার অবকাশ যাপনের ছবি অনুরাগীদের মাঝে ভাগ করে নেন এই অভিনেত্রী।

এরই মধ্যে এই অভিনেত্রীকে নিয়ে শুরু হল চর্চা। তিনি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন! যদিও নুসরাতের সম্পর্ক নিয়ে স্পষ্ট কোনো খবর নেই। বছর কয়েক আগে নায়িকার বাগদানের খবর শোনা যায়। সেই বাগদান নাকি হয়েছিল নায়িকার ১০ বছরের সম্পর্কে থাকা এক প্রেমিকের সঙ্গে। কিন্তু সেই সম্পর্কও একসময় ইতি টানে। তা নিয়ে বেশ ভেঙেও পড়েন নুসরাত। ১০ বছরের সেই সম্পর্ক ছিন্ন হওয়ার অনুভূতি জানিয়ে নুসরাত বলেছিলেন, এত দীর্ঘ সময়ের জার্নি। কত কথা, কত স্মৃতি! মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক।

এরপর আর নতুন কোনো সম্পর্কে জড়াতে দেখা যায়নি নুসরাত ফারিয়ার। তবে তিনি নাকি বিবাহিত, তার একটি সংসার রয়েছে! এমন জল্পনার যদিও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। যদিও ধরে নেওয়া হচ্ছে এই মুহূর্তে সিংগেল লাইফ কাটাচ্ছেন নুসরাত ফারিয়া। এদিকে মাস কয়েক আগে জল্পনা ওঠে, আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া! যদিও বিদেশে তারা একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন বলে এমন জল্পনা চাউর হয়। তবে এবারের খবর, সত্যিকার অর্থেই এক নতুন সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনটিই জানালেন তিনি। তবে এই সম্পর্ক কোনো ব্যক্তির সঙ্গে নয়! তাহলে কিসের সঙ্গে সম্পর্কে জড়ালেন নুসরাত ফারিয়া?

শুক্রবার এক ফেসবুক পোস্টে নুসরাত কয়েকটি ছবি ভাগ করে নেন। বিভিন্ন রেস্তোরাঁয় বসে ছবিগুলো শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, খাবার টেবিলে বসে নুসরাত, সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে পোজ। টেবিলে রাখা প্লেট চামচের মত সরঞ্জাম। বোঝা গেল, বেশ ভোজনবিলাসী এই ঢালিউডের এই অভিনেত্রী। তাই তো ক্যাপশনে লিখেই দিলেন, ‘ইন এ রিলেশনশিপ উইথ ফুড’। মানে, খাবারের সঙ্গে সম্পর্কে জড়ালেন তিনি!

অভিনেত্রীর এই পোস্ট দেখে অনুরাগীরা বেশ মজা পেলেও তার বিভিন্ন পোজ, লুক ও সাজ আশাকের প্রশংসা করেন।
নুসরাত ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। যদিও গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর থেকে বেশ কটাক্ষ ও তোপের মুখে পড়তে হচ্ছে নায়িকাকে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দারুণ জয়ে রেকর্ড থেকে ২ পয়েন্ট দূরে মেসির মিয়ামি
এনএসআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আমি একটা ছাগল, এবার মানুষ হবো: মাহি
ঢাকার যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট
বন্যা পরিস্থিতির অবনতি শেরপুরে, মৃত্যু বেড়ে ৭
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ঈদে আসছে অনিক বিশ্বাসের অ্যাকশন ছবি ‘খোদা হাফেজ’
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হলেন কালীগঞ্জের সন্তান মতিউর রহমান
শ্রীপুরে নরসুন্দর (নাপিত) এর হাতে পোশাক শ্রমিক খুন!
কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত
ফরিদপুরের সালথায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com