রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


‘ব্রাজিলের বিশ্বকাপ জিততে নেইমারকে লাগবেই’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪২ PM

হেক্সা মিশনে নেমে ২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে ব্যর্থতার স্বাদ পেতে হয়েছে ব্রাজিলকে। পাঁচবারের শিরোপাধারীরা ২২ বছর ধরে শিরোপাহীন। কাতারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়ার পর থেকেই ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে সেলেসাওরা। যদিও এ যাত্রা খুব একটা সফল হয়নি এখনো। তবে প্রধান কোচ দরিভাল জুনিয়রের অধীনে উন্নতির লক্ষ্যে ছুটছেন ভিনিসিয়ুসরা। বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে সবশেষ ম্যাচে জয় পেয়েছে দলটি, সেই ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন রদ্রিগো। এরপর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিশ্বকাপকে নেইমার জুনিয়রকে লাগবেই ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ হেরে ছয় নম্বরে ছিল ব্রাজিল। তবে ইকুয়েডরকে হারয়ে চার নম্বরে ওঠে এসেছে সেলেসাওরা। আগামী বুধবার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে দরিভাল জুনিয়রের শিষ্যরা। এর আগে ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে কথা বলেছেন রদ্রিগো।

লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন সেলেসাওদের বর্তমান প্রজন্মের সবথেকে বড় তারকা নেইমার। গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। তবে চোটের কারণে আল হিলালের হয়ে খেলা হচ্ছে না তাঁর। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হয়ে খেলতে নেমেই চোটে পড়েছিলেন এই তারকা। বাঁ পায়ের লিগামেন্ট ও মেনিসকাসের এই চোট থেকে সেরে ওঠার শেষধাপে আছেন তিনি। তবে কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। এমনকি ধারণা করা হচ্ছে চলতি বছর আর খেলতে দেখা যাবে না তাকে। তবে যত সময়ই লাগুক, ব্রাজিল দল নেইমারের অপেক্ষায় আছে বলেই জানিয়েছেন রদ্রিগো।

ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে রদ্রিগো বলেন, ‘তিনি আমাদের তারকা। আমাদের সেরা খেলোয়াড়। তাঁর অভাব কতটা অনুভূত হয়, সেটা সবাই জানে। বিশ্বকাপ জিততে চাইলে তাঁর সাহায্য লাগবেই, আমাদেরও তাঁকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে। নেইমারের সুস্থতা আমরা সবাই চাই, তিনি সেরে ওঠার শেষ ধাপে আছেন। আমরা তাঁকে যত দ্রুত সম্ভব (দলে) চাই।’
নেইমারকে নিজের আদর্শ হিসেবে আখ্যায়িত করে রদ্রিগো বলেন, ‘আমরা সব সময় একে অপরকে বার্তা দিই। তিনি দলের অনুশীলনে ফিরবেন। তিনি অসাধারণ এক সতীর্থ। এমন একজন মানুষ, যাঁর বিষয়ে কারও মুখে বাজে কথা শুনলে খারাপ লাগে। তিনি সব সময়ই আমাকে বার্তা পাঠান, সাহায্য করেন। আমি তাঁকে ভালোবাসি। এর পাশাপাশি তিনি খেলোয়াড় ও মানুষ হিসেবেও আমার আদর্শ।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল, বিএনপিকে হুঁশিয়ারি
ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ফেডারেশন-অ্যাসোসিয়েশন নিয়ে বিপাকে সরকার
তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সোনারগাঁয়ে বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ
সোহাগ হত্যা তদন্ত করুন, অপরাধীদের শাস্তি দিন: মির্জা ফখরুলের আহ্বান
আজওয়াহ হজ্ব ট্রাভেলস এর হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

৬৩৫ জিপিএ ৫- এসএসসিতে অভাবনীয় সাফল্য সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের
কালীগঞ্জে পৃথক অভিযানে চোলাইমদ ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা শাখার নিন্দা
টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
মসজিদে মসজিদে জুমা আদায় করে নেতৃত্বের বার্তা ছড়িয়ে দিচ্ছেন আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com