প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৩ PM
সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। সকাল সাড়ে ১০ টায় জামালপুর দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন থামিয়ে প্রায় দুই ঘন্টা যাবত বিক্ষোভ করছেন দুই উপজেলার শিক্ষার্থী ও সাধারণ জনগণ। বেলা সাড়ে ১২ টায ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় দুই উপজেলার ভাওয়ালগড় ও রাজাবাড়ি ইউনিয়নের মধ্যবর্তী রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে মানববন্ধন করে। পরে বেলা সাড়ে ১০ টায় রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ শুরু হয়। এসময় বিক্ষোভকারীরা তাদের দাবি উল্লেখ করে বলেল, সকল কমিউটর ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রাবিরতি দিতে হবে।এই দাবি আমাদের দুই উপজেলার লক্ষ মানুষের প্রাণের দাবি।আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তবে পরবর্তীতে কঠোর কর্মসুচী দিতে বাদ্য হব। বিক্ষোভ শেষে স্টেশন মাস্টার বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকার থেকেই জনতা মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি থামিয়ে দুই ঘন্টা আটকে রাখে বিক্ষোভকারীরা। আমি আমার উর্ধতন কর্মকর্তাকে অবহিত করি। বিকেল পর্যন্ত সময় চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। পরে বেলা সাড়ে ১২ টায ট্রেন চলাচল স্বাভাবিক হয়।