প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৪ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা আজিমপুরে পুলিশের গুলিতে নিহত ত্রিশালের হাফেজ আমিরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ালেন ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখা।
শনিবার বিকেলে হাফেজ আমিরুল ইসলামের পরিবারের সাথে দেখা করে খোঁজ খবর নেন, নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন এবং কবর জিয়ারত করেন। এসময় তারা বলেন, নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। পাশাপাশি আহতদের সুচিকিৎসারও দাবী জানান তারা। ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম বলেন, নিহত হাফেজ আমিরুল ইসলামের দুই মেয়ে ও এক ছেলে সন্তানের লেখা-পড়ার দায়িত্ব নিয়েছে ইত্তেফাকুল উলামা ত্রিশাল উপজেলা শাখা। আমরা সবসময় তাদের সাথে যোগাযোগ রাখবো শহীদ আমিরুলের সন্তানদের লেখা-পড়ার জন্য যখন যা প্রয়োজন আমাদের সংগঠন করবে ইনশাল্লাহ।
এ সময় ইত্তেফাকুল উলামার পক্ষে উপস্থিত ছিলেন, মাওলানা তোফায়েল আহমেদ বইলরী, হাফেজ মোজাম্মেল হক, মাওলানা আবুল বাশার, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, বাগান ইসলামী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান, মোঃ আব্দুল মমিন প্রমূখ।