মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: ৪৩তম বিসিএসে ২০৬৪ জনের নিয়োগ, ৯৯ জনের ফল স্থগিত       মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আমন্ত্রণ ড. ইউনূসের       ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৮       পুরাতন হাইকোর্ট ভবনে বিচারকাজ শুরু হবে ১ নভেম্বর: আইন উপদেষ্টা       ডিমের নতুন দাম নির্ধারণ       সুলভমূল্যে ভোক্তা পাবে ১০ কৃষিপণ্য       নিত্যপণ্যের দাম কমাতে ‘হার্ডলাইনে’ যাচ্ছে সরকার      


মেহেরপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ওপর বোমা হামলা করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০২ PM

মেহেরপুরের গাংনীতে বোমা হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওষুধ কোম্পানির দুই বিক্রয় প্রতিনিধি (রিপ্রেজেন্টেটিভ) এর কাছ থেকে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করেছে দূর্বৃত্তরা।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর)  দিবাগত রাত সাড়ে আটটার দিকে গাংনী উপজেলার করমদি-ভোমরদহ রাস্তার চোরপোতা ভিটাপাড়া নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এঘটনায় গ্লোব ফার্মাসিউটিক্যাল কোম্পানি (ভেটোনারী) এর প্রমোশন অফিসার মাজেদুল ইসলাম (৩৫) ও ইথিক্যাল ড্রাগস কোম্পানির বিক্রয় প্রতিনিধি মিরাজ আলী (৩৮) গুরুতর আহত হয়েছেন। আহত মাজেদুল ইসলাম নাটোর জেলার পাচুড়িয়া বাগতিপাড়ার সেকেন্দার আলীর ছেলে ও মিরাজ আলী কুষ্টিয়ার খোকসা উপজেলা শহরের বাসিন্দা।

আহত মাজেদুল ইসলাম জানান, সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া, করমদি, পলাশীপাড়া এলাকা থেকে ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে গাংনী ফিরছিলেন। তেঁতুলবাড়িয়া থেকে ভোমরদহ রাস্তা দিয়ে চোরপোতা নামক স্থানে মাঠের মধ্যে পৌছালে ৬/৭ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী দল পথরোধ করে। মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে তারা মোটরসাইকেলের চাবি কেড়ে নিতে চাই। চাবি দিতে না চাওয়ায় প্রথমে তারা আমার হাতের উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। পরে হাতে একটি বোমা মারে। বোমা ও অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে পকেটে থাকা ২০ হাজার টাকা ও একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীদল।
পরে বোমা বিস্ফোরণের শব্দ শুনে পার্শ্ববর্তি ভোমরদহ গ্রামের লোকজন এসে আহতাবস্থায় আমাদের উদ্ধার করেন। 
গার্ডিয়ান হেল্থকেয়ারের গাংনী প্রতিনিধি কামরুজ্জামান জানান, ওষুধ কোম্পানির এই দুই প্রতিনিধি তেঁতুলবাড়িয়া থেকে ওষুধের অর্ডার ও টাকা তুলে গাংনীতে ফিরছিলেন।

আহত মাজেদুল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও মিরাজকে স্থানীয় একটি ক্লিনিকে নেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক এমকে রেজা জানান, আহত মাজেদুল ইসলামের ডান হাতে বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে এছাড়া বাম হাতে বোমার আঘাত ও ধারালো অস্ত্রের কোপে ক্ষত হয়েছে। আহত মাজেদুল ইসলামের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি টিম অভিযান শুরু করেছে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

গাজীপুরে শ্রমিক নেতার বিরুদ্ধে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ
সালথায় আওয়ামীলীগ বনাম বিএনপির সংঘর্ষে এক যুবক নিহত আহত দেড় শতাধিক
ভালুকায সড়ক ও জনপথের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নবীনগরে ডাকাতিকালে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬
ঝিনাইগাতীতে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে যুবদলের নেতৃত্বে রাস্তা সংস্কার, জনমনে প্রশান্তি
মেহেরপুরে তামাক চাষিদের কার্ড বাতিলের প্রতিবাদে মানববন্ধন
ব্যবসায় সুদের চাপ, কমবে বিনিয়োগ-কর্মসংস্থান
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব
নবীনগরে যৌথ বাহিনীর অভিযান: ডাকাত ও তার সহযোগী গ্রেফতার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com