প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৮ PM
মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করাকে আগামীর ভিশন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে গাজীপুর মহানগরীর ৪১নং ওয়ার্ডের আপন ভুবন রিসোর্টে এই কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে ছিল কোরআনের তাফসির, আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা, ইসলামিক সংগীত পরিবেশন, মধ্যাহ্ন ভোজ।
আশরাফুল ইসলাম কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, মহানগর নায়েবে আমির মোহাম্মদ খাইরুল হাসান, অ্যাডভোকেট শামীম মৃধা প্রমুখ।