প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৭ PM
ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি -২ এর সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের সাথে ২০২৪-২৫ অর্থ বছরের ১ম প্রান্তিকের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৪ সেপ্টেম্বর) সকালে পবিস-২ কার্যালয়ের হলরুমে পরিচালক জনসংযোগ অধিদপ্তর মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে,জেনারেল ম্যানেজার পবিস-২মোঃ আকমল হুসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার জনাব আলীনূর খান। এসময় উপস্থিত ছিলেন এম এস মোঃমোস্তাফিজুর রহমান, এ জিএম(অর্থ) মোঃ আব্দুল হান্নান, মোছাঃ শাহিদা আক্তার (এ জি এম), মোঃ সাইফুল ইসলাম(এ জি এম মুলতাজিম গ্রুপ)সহ বিভিন্ন ব্যাংকের ম্যানেজার,আবাসিক,শিল্প গ্রাহক এবং ঠিকাদার বন্দ।উক্ত অর্থ বাজেটে নাগরিক সনদ,সেবার মান উন্নয়ন,জনগনের অংশগ্রহণ, সেবা প্রদান প্রক্রিয়া,অভিযোগ নিস্পত্তি,তথ্য অধিকার আইন,নাগরিক অভিযোগ,দাপ্তরিক অভিযোগ,আপিল কর্মকর্তা,আপিল নিস্পত্তি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর ও সমাধানের বিষয়ের আলোচনা করা হয়।