বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেডিকেল টিম এর উদ্যোগে বন্যার্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা
আশা রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৫ PM

কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মেডিকেল টিম সিভিল সার্জন কুমিল্লার সাথে সমন্বয় করে কুমিল্লা জেলায় বন্যার্ত মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে প্রাথমিক ঔষধ বিতরণ এর আয়োজন করেছে। 
বুধবার ৪ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লার মেডিকেল টিমের আয়োজনে কুমিল্লা জেলার বুড়িচং এ গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করা হয় যেখানে সকাল থেকে রোগীদের বিনামূল্যে সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমন্বয়কারী টিমের উদ্যোগে চলেছে দিনব্যাপী বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ কার্যক্রম। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার এবং ৫ জন স্বাস্থ্য সহকারী রয়েছেন কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেডিকেল টিমের সাথে। আজকের এই আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে কুমিল্লা টাওয়ার হাসপাতালের একজন ডিউটি ডাক্তার এবং মেডিকেল টিমের মোট ১২ জন সদস্য ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com