মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: ১০০ কোটি টাকা নিয়ে জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু       প্রশাসনের ফ্যাসিবাদের দোসররা চক্রান্ত করছে: ফখরুল       নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের       ভারতে শেখ হাসিনা কী স্ট্যাটাসে আছে, জানে না অন্তর্বর্তী সরকার       নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল       ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাম্প্রতিক বন্যায়        নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের দুই নির্দেশনা      


সাবেক প্রতিমন্ত্রী চুমকিসহ ১৪৫ জনের নামে বিএনপি নেতার মামলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪০ PM

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২০১৩ সালে শান্তিপূর্ণ অবরোধ পালন করাকালীন সময়ে অবরোধে বাধা ও অতর্কিত হামলায় গুরুতর আহত করার অভিযোগে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের ১৪৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুবাইল থানা বিএনপি নেতার মামলা দায়ের।  

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে পূবাইল থানায় মামলা নং ১৩ তাং ০৩/০৯/২৪ দায়ের হয়েছে  বলে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বিন্দান এলাকার মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে মামলার বাদি বিএনপির নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৩) বলেন, ২০১৩ সালের ০৪ ডিসেম্বর সকাল ৮টায় পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির ৩-৪শ নেতাকর্মী শান্তিপূর্ণ অবরোধ পালন করছিলো। এসময় মেহের আফরোজ চুমকির নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করাকালীন বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল ইসলাম আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করলে এতে মোহাম্মদ আনোয়ার হোসেন পুরো শরীরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেয়।
মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি (৬০), পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ (৭০), পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন (৭০), ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল (৪৮), ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা (৫৬), পূবাইল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার অপু (২৮), পূবাইল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলজার হোসেন টুটুল (৩৬), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা (৩৭), যুবলীগ নেতা বাছেদ আলী (৪৫), ছাত্রলীগ নেতা কাওছার হোসেন (২৮), আওয়ামী লীগ নেতা মোমেন (৪৫), যুবলীগ নেতা বেলায়েত হোসেন (৪৫), যুবলীগ নেতা রাসেল (৪৮), সাবেক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ (৪৮), পূবাইল থানা যুবলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম (৪৫), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মাসুদ (৪০), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল ইসলাম (৪২), ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলমগীর খান (৫২), ঝন্টু খান (৪০), আওয়ামী লীগ নেতা মোঃ জাকারিয়া শেখ (৫২), ফারুক খান কমল (৪২), যুবলীগ নেতা বাবুল পাঠান (৪২), পূবাইল থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক কাজী আসিফ মোস্তফা (৪৩), কাজী মালেম মাহমুদ (৬৫), মোঃ শাকিল হাওলাদার জনি (৩৮), এমদাদ হোসেন সরদার (৬০), যুবলীগ নেতা মাসুদ সরকার (৩৫), ৪১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিপ্লব মোল্লা (৩২), আলাউদ্দিন ইসলাম খোকন (৫০), কাজী সফি উদ্দিন (৬০), আওয়ামী লীগ নেতা কাজী মোবারক মাষ্টার (৪৫), ইসলাম উদ্দিন ভূইয়া (৪৫), মোহাম্মদ আলী ভূইয়া (৩৮), ৪২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শাহিন (৩৬), মোক্তার হোসেন (৪৮), আফজাল হোসেন (৫৫), গাজীপুর মহানগর যুবলীগের সদস্য ইকবাল মাষ্টার (৪৮), ইসাহাক ভূইয়া রুবেল (৩৫), পূবাইল থানা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম মাষ্টার (৫৩), মোঃ মেহেদী (২৮), নজরুল দেওয়ান (৩৫), আব্দুর রাজ্জাক (৫৫), আওয়ামী লীগ নেতা রহম আলী খন্দকার (৬০), আব্দুর রশিদ (৩০), ৪০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাপ হোসেন বাবু (৪২), আব্দুস সাত্তার (৪৫), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মামুনুর রশিদ ভূইয়া (৩৮), বেলায়েত হোসেন মোল্লা (৪৫), তোফাজ্জল মোল্লা (৪৫), রাজ্জাক (৫০), শাহেদ সরকার রাকিব (৩১), মোশারফ মন্ডল (৩৮), আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী (৬৫), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নয়ন মিয়া (৩৫), লোকমান মোল্লা (৫০) সহ আরো ৯০ জন অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ক্রিকেট ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করছে
পূবাইলে জমি নিয়ে বিরোধ প্রবাসী পরিবারের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ
ত্রিশাল ভূমি অফিসের সেবার মান নিয়ে সন্তুষ্ট উপকারভোগীরা
শেরপুরে হত্যা মামলার পলাতক আসামী রফিক গ্রেফতার!
শেরপুরে বাস চাপায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

অনিয়মে ডুবতে বসেছে নওয়াব হাবিবুল্লাহ কলেজ!
সোনারগাঁয়ে হাসিনা-রেহেনা-রোকেয়া প্রাচীসহ ১৭৯ জনের নামে মামলা
কাভার্ডভ্যানের চাপায় কালীগঞ্জে নারী ও শিশুসহ পাঁচ জনের মৃত্যু
শেরপুরে বিয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালাক
রেকর্ড গড়লেন জসিম উদ্দিন আকাশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com