প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২২ PM
গাজীপুরের শ্রীপুরে দুই বছরের বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আরএকে সিরামিক কারখানার শত শত শ্রমিক। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় দুপাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েছে বিভিন্ন পরিবহনের হাজারো যাত্রী। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করে। আরএকে সিরামিক কারখানার শ্রমিক হাবিবুল্লাহ বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করছে না। আমাদের দুই বছরের বাৎসরিক ইনক্রিমেন্ট বকেয়া রেখেছে। দেই-দিচ্ছে করে শুধু সময় পার করছে। আমরা শ্রমিকেরা শুধু আশ্বাসের বুলি শুনছি। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে আমাদের কাছে একটা টাকার যে কত মূল্য, তা ওপরের তলার লোকজন বুঝবে না।’ অত্র কারখানার শ্রমিক হাসান সংবাদ প্রতিদিনকে জানান, ‘ আমাদের(আরএকে সিরামিক) কারখানা ইনক্রিমেন্ট বাস্তবায়ন না করে পূর্বের গেজেট আকারে বেতন পরিশোধ করছে। এতে করে আমাদের অনেক সমস্যা হচ্ছে। যে পরিমাণ বেতন পাই, তা দিয়ে সংসার চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। স্ত্রী-সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দিতে সমস্যা হচ্ছে। আমাদের ন্যায্য পাওনা বাৎসরিক ইনক্রিমেন্ট বাস্তবায়ন হলে আর তা যথা সময়ে পরিশোধ করলে আমাদের মতো শ্রমিকদের একটু হলেও উপকার হয়। কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছিল গত মাসের বেতনের সঙ্গে বাৎসরিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। কিন্তু গত মাসে দেয়নি। এ মাসেও দেবে না বলে জানিয়েছে।’ সিরামিক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুর রাজ্জাক সংবাদ প্রতিদিনকে ফোনে জানান, ‘শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদানের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।এ বিষয়ে একটা সিদ্ধান্ত হচ্ছে। কিন্তু তাদের দাবি, আজকের মধ্যে বাৎসরিক ইনক্রিমেন্ট বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। যখন আমাদের পক্ষ থেকে জানানো হয় আজকের মধ্যে কোনভাবেই পরিশোধ করা সম্ভব না,এটা শোনার সাথে সাথে শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সোহেল রানা সংবাদ প্রতিদিনকে বলেন, ‘মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বাৎসরিক ইনক্রিমেন্ট বকেয়া পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকেরা।
বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হচ্ছে। তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’ পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।