মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: ১০০ কোটি টাকা নিয়ে জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু       প্রশাসনের ফ্যাসিবাদের দোসররা চক্রান্ত করছে: ফখরুল       নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের       ভারতে শেখ হাসিনা কী স্ট্যাটাসে আছে, জানে না অন্তর্বর্তী সরকার       নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল       ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাম্প্রতিক বন্যায়        নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের দুই নির্দেশনা      


কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেব: রাহুল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫১ PM

জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের নির্বাচনী প্রচার শুরু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 

বুধবার জম্মুর রামবন এবং কাশ্মীর উপত্যকার অনন্তনাগে কংগ্রেসের দু’টি জনসভায় বক্তৃতা করেন তিনি। 
দুই জায়গাতেই রাহুল প্রতিশ্রুতি দেন, ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে সর্বতোভাবে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে সচেষ্ট হবে। খবর আনন্দবাজারের। রামবনের সভায় জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করা নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করে রাহুল বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে অনেকগুলি কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়ার নজির রয়েছে। কিন্তু রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার উদাহরণ মাত্র একটি- জম্মু ও কাশ্মীর। মানুষের অধিকার হরণের এমন নজির আর ভারতের ইতিহাসে নেই। প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগস্ট মোদী সরকার ৩৭০ নম্বর ধারা বাতিল করে। ফলে বিশেষ মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর। এমনকি, কেড়ে নেওয়া হয় রাজ্যের তকমাও। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ- দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়।

এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল। তারই মধ্যে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে লোকসভায় ‘জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিল’ পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘যখন কাশ্মীর বিভক্ত করা হয়েছিল, তখন কোথাও লেখা ছিল না যে ভূস্বর্গ রাজ্যের মর্যাদা ফিরে পাবে না। সঠিক সময়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে।’
কিন্তু সেই ‘সঠিক সময়’ এখনও জানায়নি মোদি সরকার। এরই মধ্যে ২০২৩ সালের ১১ ডিসেম্বরে রায়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়। পাশাপাশি, ৩০ সেপ্টেম্বেরর মধ্যে বিধানসভা ভোটের আয়োজন করার এবং জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর সময়সীমা জানানোরও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু তা-ও জানানো হয়নি। রাহুল বুধবার বলেন, লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে মানুষকে ভয় পেতে শুরু করেছেন নরেন্দ্র মোদি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ক্রিকেট ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করছে
পূবাইলে জমি নিয়ে বিরোধ প্রবাসী পরিবারের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ
ত্রিশাল ভূমি অফিসের সেবার মান নিয়ে সন্তুষ্ট উপকারভোগীরা
শেরপুরে হত্যা মামলার পলাতক আসামী রফিক গ্রেফতার!
শেরপুরে বাস চাপায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

অনিয়মে ডুবতে বসেছে নওয়াব হাবিবুল্লাহ কলেজ!
সোনারগাঁয়ে হাসিনা-রেহেনা-রোকেয়া প্রাচীসহ ১৭৯ জনের নামে মামলা
কাভার্ডভ্যানের চাপায় কালীগঞ্জে নারী ও শিশুসহ পাঁচ জনের মৃত্যু
শেরপুরে বিয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালাক
রেকর্ড গড়লেন জসিম উদ্দিন আকাশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com