প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৭ PM
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা সোমবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে ত্রিশাল উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ গ্রহণ করেন।
সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সমন্বয় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শাহানাজ আক্তার, ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. ফজলুল হক, চকরামপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. উসমান গণি, বাগান ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. ফয়জুর রহমান, বইলর কানহর এডিএস আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. নাজমুল হোসেন, মোহাম্মদপুর দাখিল মাদরাসার সুপার দিলরুবা মমতাজী প্রমূখ।