প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৩ PM
বিগত কয়েকদিনে বাংলাদেশের অনেকগুলো জেলায় বন্যার জন্য লাখো মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, স্বজন হারিয়ে মানুষ হয়ে পড়েছে আশ্রয়হীন। এ পরিস্হিতিতে নিঃস্ব অসহায় আশ্রয়হীন মানুষের পাশে মানবতার বার্তা নিয়ে এসে দাঁড়িয়েছে অনেক মানুষ। এদের অনেকেই এসেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ কেউ ই বাকি ছিল না এই সহায়তাকারীদের জন্য পাশে এসে দাঁড়ানোতে।
কুমিল্লা প্রাণকেন্দ্রে অবস্থিত মডার্ণ হাইস্কুলের শিক্ষার্থীরাও তাদের শিক্ষকদের তত্ত্বাবধানে বন্যা দুর্গত এলাকায় মানুষের সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছিল বন্যা দুর্গত এলাকাগুলোতে।
কুমিল্লা মডার্ণ হাই স্কুলের শিক্ষকগণ এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে শনিবার ৩১ আগস্ট বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কুমিল্লা জেলার লাকসাম এর মনোহরগঞ্জ এবং বুড়িচং উপজেলার বাকসিমাইল ইউনিয়ন অঞ্চলে কুমিল্লা মডার্ণ হাই স্কুলের শিক্ষকগণের নেতৃত্বে শিক্ষার্থীদের কয়েকটি টিম বন্যার্তদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দেয়। দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্হিতিতে পরস্পর পরস্পরের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। নীতি নৈতিকতা আর মানবিকতার হাত ধরে ও ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে কুমিল্লা মডার্ণ হাই স্কুল সদা সর্বদা যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকতে সদা প্রস্তুত ।