প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৪ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সবুজের হত্যাকারীদের ফাঁসির দাবিতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের ফাঁসি দাবি করেন শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতারা গুলি করে সবুজকে হত্যা করেছে। সাত বছর আগে স্ট্রোকে প্যারালাইজড হওয়া তার বাবাসহ পরিবারের দায়িত্ব ছিল সবুজের কাঁধে। এসএসসি পাস করেই পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারের একটি ওষুধের দোকানে কাজ করত সে। এ দিয়েই চলত তাদের সংসার। কিন্তু সবুজ হত্যার পর তার ভাই বাদি হয়ে দুই সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ জড়িতদের আসামি করে হত্যা মামলা দায়ের করলেও সেই মামলার কোনো অগ্রগতি নেই। এখনো গ্রেপ্তার হয়নি একজন আসামি।
এ সময় সবুজের বন্ধুরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বয়কের ভূমিকা পালন করত সবুজ। সে শ্রীবরদী এলাকা থেকে অনেক শিক্ষার্থী নিয়ে প্রতিটি আন্দোলনে অংশ নিত। তার আশা ছিল কোটা পদ্ধতি বাতিল হলে গরিব ঘরের সন্তান হিসেবে তার কপালে হয়তো চাকরি জুটবে। কিন্তু আন্দোলনে ঘাতকের বুলেট তার মাথার একপাশে দিয়ে ঢুকে আরেকপাশ দিয়ে বের হয়ে যায়। এতে তার মর্মান্তিক মৃত্যু হয়। আমরা এমন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ সময় উপস্থিত ছিলেন খড়িয়া কাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল কবীর রুপা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মাহমুদুল হাসান মুক্তা, ইউনিয়ন যুবদলের সভাপতি মির্জা শ্যামল, সাধারণ সম্পাদক জামান মিয়া প্রমুখ। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।