প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০০ PM
দেশের ২৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) গত ২০ আগস্ট প্রত্যাহার করা হয়েছিল। এসব জেলার নতুন ডিসি নিয়োগের প্রক্রিয়া চলছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই নিয়োগ সম্পন্ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
সোমবার (০২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সিনিয়র সচিব জানান, ডিসি পদায়নের প্রক্রিয়া একটি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়, যা ফিটলিস্ট নামে পরিচিত। এই প্রক্রিয়ার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি রয়েছে। তিনি বলেন, “আমার এখানে আসার মাত্র ছয় দিন হয়েছে। ফিটলিস্ট তৈরির জন্য প্রতিদিন ১০ মিনিট করে সময় দিলে এটি সময় সাপেক্ষ। ৬০০ অফিসারের একটি তালিকা রয়েছে, সেই তালিকা থেকে আমরা ফিটলিস্ট তৈরি করছি। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আর একদিন লাগবে। এরপর আমরা ২৫ জন নতুন ডিসি নিয়োগের সামারি প্রস্তুত করব।” তবে, এক সপ্তাহের মধ্যে নতুন ডিসি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানান তিনি।