প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৮:৩৭ PM
রাজধানীর বাংলামটর শনিবার বিকাল ৪ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসার উদ্যোগ গ্রহণের উপযোগী হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তাদের ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপে এ প্রশিক্ষণ দিয়েছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন ।
উক্ত অনুষ্ঠানে ট্রেইনার হিসেবে উপস্হিত ছিলেন ইবিজ ডিজিটালের সিওও আসিফ নেওয়াজ।
এ সময় ফাউন্ডেশন এর পক্ষে থেকে ২০জন উদ্যোক্তাকে ট্রেনিং করানো হয়।প্রশিক্ষণ শেষে প্রত্যেক উদ্যোক্তাকে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। আরো উপস্হিত ছিলেন সাংবাদিক জুবায়ের চৌধুরী, সংগঠনের নির্বাহী সদস্য একরামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনেটির চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মোঃ মনিরুজ্জামান অপূর্ব ।
এ সময় সংগঠনের চেয়ারম্যান জানায়, এই ওয়ার্কশপের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা মেধাবী উদ্যোক্তারাও তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তোলা ।আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে পর্যায়ক্রমে ঢাকা সহ জেলা উপজেলায় প্রশিক্ষণের ব্যবস্হা গ্রহণ করবো।তাছাড়া তারা আরো প্রকল্প হাতে নিচ্ছে উদ্যোগক্তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।