রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ ১ পৌষ ১৪৩১
 
শিরোনাম: দুই দফা বেড়ে কমল সোনার দাম       বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ       গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ       ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় এলো ৩৫ হাজার টন চাল       মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ       সবার জন্য বাসযোগ্য ও উপভোগ্য দেশ গড়ে তুলব: তারেক রহমান       ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র      


বগুড়ায় সকল থানা পুলিশের কার্যক্রম শুরু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৫:৫৭ PM

বগুড়া জেলা পুলিশের সকল থানার দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। তবে এখন থানার বাহিরে টহল শুরু করা হয়নি। এছাড়াও ট্রাফিক এবং পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু করা যায়নি।

শনিবার (১০ আগস্ট) বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 
ছাত্র- জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পর থেকে জেলার সকল থানার পুলিশী কার্যক্রম বন্ধ হয়ে যায়। কোনো কোনো থানার পুলিশ সদস্যগন নিরাপত্তার অভাবে পুলিশ লাইন্সে অবস্থান করেন। আন্দোলন চলাকালে বগুড়ার তিনটি থানায় হামলার ঘটনা ঘটে। এরমধ্যে বগুড়া সদর থানায় গত ৫ আগস্ট বিকেলে হামলা করে অস্ত্র গোলাবারুদসহ মালামাল লুট করে অগ্নি সংযোগ করা হয়। থানায় হামলাকালে কোনো প্রাণহানী না হলেও হামলাকারীরা থানার দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে যায়। একই সময়ে থানা চত্বরে অতিরিক্ত  পুলিশ সুপার সদর সার্কেলের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়াও বগুড়ার শেরপুর ও দুপচাঁচিয়া থানাতে হামলা করে ভাংচুর করা হয়।
জেলা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে ১২টি থানার দাপ্তরিক কাজ শুরু করা হয়েছে। সদর থানায় বসার মত কোন অবস্থা না থাকায় জেলা গোয়েন্দা কার্যালয় থেকে থানার কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের উপস্থিতিতির পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে সহযোগিতা করছে।

এদিকে শনিবার সকালে ক্ষতিগ্রস্ত বগুড়া সদর থানা পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টনমেন্টে'র জিওসি, মেজর জেনারেল মো. খালেদ আল- মামুন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার জাকির হাসানসহ র‍্যাব, আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান বলেন, বগুড়া জেলা পুলিশে শতভাগ উপস্থিতিতি রয়েছে। থানা গুলোতে জিডি ও মামলা গ্রহণ করা হচ্ছে। নিয়মিত টহল কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে। পাশাপাশি পরিস্থিতি বুঝে শহরের পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু করা হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

চতুর্থবারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন এমবাপে
শেখ হাসিনার নামে ঝালকাঠিতে দু’টি এজাহার দায়ের
দুই দফা বেড়ে কমল সোনার দাম
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩১৬ জন, মৃত্যু ৩
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ত্রিশালে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২০ লিটার চোলাই মদসহ আটক এক ব্যবসায়ী
ফরিদপুরের সালথায় শিক্ষা কর্মকর্তার পকেটে স্কুল সংস্কারের অর্ধকোটি টাকা
শেরপুরে যুব মহিলা লীগ নেত্রী শিমুর বিরুদ্ধে মামলা
শেরপুর জেলা কারাগার সীমিত পরিসরে চালু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com