প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৫:৫৫ PM
সেনা সদস্যদের উপস্থিতিতে বরিশালে স্বল্প পরিসরে মহানগর চার থানা ও জেলা পুলিশের ১৪ থানার কার্যক্রম শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার জানিয়েছেন।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার জিহাদুল কবির জানান, নগরীর চার থানার পুলিশ সদস্যরা কোথাও যায়নি। তারা থানাগুলোতে অবস্থান করছেন। দ্রুত সময়ের মধ্যে পুরোপুরি কাজ শুরু হবে। বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, এ জেলায় ১০ থানা রয়েছে। আমরা স্বল্প পরিসরে কাজ শুরু করেছি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পুরোদমে কাজ শুরু করা হবে।
বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সেনাবাহিনীর সদস্যরা থানার থানায় অবস্থান নিয়েছেন। যেকোনো বিষয়ে জনগণকে সহায়তা করা হচ্ছে। বরিশালের সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তারা যদি এমন চুপ থাকে তাহলে কোনো দিনই নিরাপদ দেশ গড়া সম্ভব হবে না। দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। তবে এর স্থায়ী সমাধানে পুলিশকে দ্রুত কাজে ফেরাতে হবে। পুলিশ যতদিন মাঠে কাজ শুরু না করবে ততোদিন দেশের আইনশৃঙ্খলার উন্নতি হওয়াটা কঠিন হয়ে পড়বে বলে তার ভাষ্য।