প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৭:২০ PM
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল।
ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিট অফিসার ইফাজ মোরশেদ,গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের প্রবেশ পথের ইজারাদার মোঃ ফরিদ আহমেদ,আলোকের ঝর্ণাধারা ইজারাদার মো: ছানোয়ার হোসেন,গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের খোলাবাজার ইজারাদার মো: মোকারম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরের বৃক্ষরোপণ কর্মসূচিতে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে হরতকি,বহেড়া,আমলকি,জারুল ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ফুল ও ঔষুধি পাঁচ শতাধিক বৃক্ষ চারা রোপণ করা হয়।