বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
 
শিরোনাম:


রণক্ষেত্র সিলেট, দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ আহত ২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৭:২৯ PM

গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও। এতে পুলিশ বাধা দিরে দফায় দফায় ঘটে সংঘর্ষের ঘটনা। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে নগরীর আখালিয়া এলাকায় মাউন্ট এডোরার সামনে হাজারও ছাত্র-জনতা জড়ো হয়ে মিছিল শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর আন্দোলনরত শিক্ষার্থীরা আখালিয়ার সুরমা গেট এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জড়ো হতে থাকেন। আন্দোলনকারীরা মিছিল শুরু করলে বিকেল ৪টার দিকে পুলিশ তাদের বাধা দেয়। তখন বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছোড়ে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে পুলিশ পাঁচ জন, এক সাংবাদিকসহ বাকিরা হলেন শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।
তিনি বলেন, ‘আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য শতাধিক রাউন্ড টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও শর্টগানের গুলি নিক্ষেপ করা হয়েছে। আটক করা হয়েছে ৮ জনকে।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রাতে ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি খেলে কী হয়?
বিদেশি লিগে দল কিনে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ইতিহাস
পুলিশের নীরবতায় আদালতে আ.লীগ নেতারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে: রিজভী
কোটির ঘরে একশো নাটক, রেকর্ড গড়লেন হিমি
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৪ জন আটক
মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
নাটোরে বিহারী নাসিম গ্রুপের ৭ সদস্য সেনা হেফাজতে
ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের একদফা দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত
চেহারায় ভদ্র, হাতে ইয়াবা-কালীগঞ্জে গ্রেপ্তার সালাউদ্দিন”
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com