শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ৫ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল       অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন       নতুন কোনো ইটভাটার অনুমতি নয়, বন্ধ হচ্ছে অবৈধ ৩৪৯১টি: পরিবেশ উপদেষ্টা       ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতাসহ আটক ৪       আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৮টি অভিযোগ দাখিল       বিকেল পাঁচটার পর ইসিতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা       ১০০ গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা      


শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৫:২১ PM আপডেট: ০২.০৮.২০২৪ ৫:২৫ PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর সাইন্সল্যাবে গণমিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর সেখানে থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয় শাহবাগ মোড়ে যায় এবং সেখানে অবস্থান করে। ফলে বন্ধ হয়ে পড়ে যান চলাচল।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে তারা শাহবাগে যায় এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৪টা ৪০মিনিট) সেখানে অবস্থান করছিল। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসময় শাহবাগ দিয়ে যাতায়াতকারী বিভিন্ন যান চলাচল বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে।
এর আগে, দুপুরে জুমার নামাজের পরই তারা সাইন্সল্যাব এলাকার মোড়ে নামেন। সেখান থেকে তারা মিছিল শুরু করেন। মিছিলটি বায়তুল মামুর জামে মসজিদের সামনের রাস্তা থেকে শুরু হয়। পরে টিচার্স ট্রেনিং কলেজের সামনে হয়ে সায়েন্স ল্যাব মোড়ে যায়। এসময় কিছুক্ষণ স্লোগান দেন তারা। এরপর মিছিল নিয়ে বাটা সিগনালের দিকে যায়। পরে মিছিলটি বাটা সিগনাল হয়ে আবারো সায়েন্স ল্যাব মোড়ে আসে। ওই সময় আন্দোলনকারীরা বারবার পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল।
পুলিশ তাদের খানিকটা দূরেই দাঁড়িয়ে থাকলেও সেখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, একটি সূত্র জানিয়েছে, নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। তারা লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে আছেন। ওপর থেকে নির্দেশ আসলেই তারা হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার (২ আগস্ট) ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে। সেদিন বিকেলে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের। 

বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল
আ.লীগ নেতা গুমের অভিযোগে সাবেক এমপি রাজু ও ৪৮ পুলিশসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা
শেরপুর জেলায় একযোগে সব থানার ওসিকে বদলি
দক্ষিণ কোরিয়াতে গত দুইদিনে তিন বাংলাদেশি নিহত
জেল পলাতক আসামী গ্রেপ্তার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ক্রিকেট ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করছে
পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠানে হামলার নিন্দা জানিয়েছে বিএসপি
কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রবীণগণ হচ্ছে সমাজের শিকড়
পূবাইলে জমি নিয়ে বিরোধ প্রবাসী পরিবারের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com