মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
 
শিরোনাম: পোশাক শিল্পে অস্থিরতা কাটছে না কেন?       ‘জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে’       বিদ্যুতের বকেয়া নিয়ে বাংলাদেশকে কঠোর বার্তা আদানির       সাবেক মেয়র আতিকের অভিপ্রায়ে নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল       সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায় : পররাষ্ট্র উপদেষ্টা       ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন-পলিপ্রোপিলিন ব্যাগ নিষিদ্ধ       ফের অস্থির আশুলিয়া, ৯০ কারখানা বন্ধ ঘোষণা      


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৬:৩৮ PM

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক।

বুধবার (৩১ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রথমে সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সংবাদ সম্মেলন করেন। এরপর সংবাদ সম্মেলন করেন সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মনজুরুল হক।
প্রথমে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সরকার এরই মধ্যে কয়েক লাখ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রায় ১৩ হাজার ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। বাসা-বাড়িতে তল্লাশি চালিয়ে ছাত্রদের গ্রেফতার করছে। এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার জন্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। বিচারপতি আবদুল মতিন ও মানবাধিকারকর্মী সুলতানা কামালের নেতৃত্বে গঠিত গণতদন্ত কমিশনকে আমরা সমর্থন জানাচ্ছি।’

এসময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধায়নে কোটা আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ড ও আহতদের ব্যাপারে তদন্তের দাবি জানাচ্ছি এবং আমরা মনে করি যে, এই আন্দোলনে শতশত মানুষকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হাজার হাজার ছাত্র-ছাত্রী ও বেকার যুবক এবং শিশুদের আহত করা হয়েছে এবং সরকার একই কার্যক্রম এখনও অব্যাহত রেখেছে। এসব ঘটনায় জড়িত সব ব্যক্তিদের বিচার করার জন্য মানবতাবিরোধী অপরাধ দমন আইন সংশোধন করে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধে অভিযুক্তদের দ্রুত বিচারের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।’

পরবর্তী সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেন, ‘কোটা আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের ওপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে। বর্তমানে দেশবিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াত দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে বাংলাদেশকে একটি মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎপর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত ও নিহত পরিবারের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়িয়েছেন এবং ছাত্রদের সকল দাবী মেনে নিয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশ যেন এমন পরিস্থিতির সম্মুখীন না হয় সে জন্য সরকার ও বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ।’ অ্যাডভোকেট শাহ মনজুরুল হক আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাংলাদেশের জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ, আইনশৃঙ্খলা ও জনজীবন রক্ষায় বদ্ধ পরিকর। তাই স্বাধীনতা বিরোধী চক্রের দেশবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এই সমিতি।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান : ৪ থানার ওসিকে প্রত্যাহার
মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ
আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার
পোশাক শিল্পে অস্থিরতা কাটছে না কেন?
‘জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে’
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

যাদুশিল্পী ঐক্য পরিষদের সভাপতি শাহীন শাহ সম্পাদক বাসেদ মাহমুদ
নরসিংদী কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার
গাজীপুরেে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ, দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
লুট হওয়া মটর সাইকেল এসআই কাছে হস্তান্তর করল সাবেক চেয়ারম্যান সোহেল
গাজীপুর পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com