প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১২:৫৬ PM
কোটা সংস্কারের দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামেও চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্দোলনের অংশ হিসেবে সকাল ১০টা ২০ মিনিটের দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান নেন। এরপর কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে পুলিশ টিয়ারশেল ছুঁড়ছে আর অন্যদিকে, আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশে পাথর ছুঁড়ছে। পুলিশ বলছে, এরা শিক্ষার্থী নয়, ছাত্রশিবির। এদের প্রতিহত করার জন্য আমরা মাঠে নেমেছি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আশরাফুল করিম। তিনি বলেন, নতুন ব্রিজ এলাকায় ছাত্র শিবিরের ছেলেদের সংঘবদ্ধ হওয়ার তথ্য পেয়েছি। তাদের প্রতিহত করার জন্য আমরা মাঠে নেমেছি। প্রচুর পরিমাণ বিজিবি এবং পুলিশ সদস্য মাঠে রয়েছে। বিজিবির তিনটি রায়ট কন্ট্রোল গাড়ি এবং দুই প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন ব্রিজ এলাকা থেকে তাড়িয়ে আন্দোলনকারীদের রাহাত্তপুলের দিকে নিয়ে যাওয়া হয়। এছাড়া আন্দোলনকারীদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সকাল ১০টা ২০ মিনিটের দিকে নতুন ব্রিজ এলাকায় সড়কের দুপাশ অবরোধ করে রাখে। পরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলেন। পুলিশ তাদের জানায়, সড়কের দুপাশ অবরোধ না করে; যাতে একপাশে অবস্থান করে। আন্দোলনকারীরা পুলিশের কথা মতো সড়কের এক পাশে অবস্থান করলেও এর কিছুক্ষণ পর দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এরপর কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ একদিকে টিয়ারশেল ছুঁড়ছে। আর অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশে পাথর ছুঁড়ছে। পুলিশ আন্দোলনকারীদের তাড়িয়ে নতুন ব্রিজ থেকে রাহাত্তপুলের দিকে নিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের একজনকে পুলিশ আটক করেছে।
প্রসঙ্গত, চলমান কোটা আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবি প্রশাসনের নির্দেশে পুলিশের নির্বিচারে হামলার প্রতিবাদে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির শুরু থেকে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়কসহ নগরীর অভ্যন্তরীণ সকল সড়কে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে।