প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৮:১০ PM
মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদের আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ফকির সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা সন্তান মাসুদ খাঁন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার-আলবদর-আলশামসসহ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।