মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ্লোগানের প্রতিবাদ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৮:০৬ PM
মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ্লোগানের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কামন্ড ও নাগরিক সমাজ। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে এ বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করা হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পূর্নবাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, ত্রিশাল কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুরমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম প্রমূখ। মানববন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ্লোগানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।