প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৮:০৮ PM
সবশেষ ২০১৪ সালে গঠিত হয়েছিল ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্কাউটসের কমিটি। দীর্ঘ সময় পর বাংলাদেশ স্কাউটস ত্রিশাল উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন মঙ্গলবার (৯জুলাই) আগামী তিন বছরের জন্য নতুন কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন করা হয়েছে।
স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদকে। সহসবপাতি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল হক, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক এ টি এম শিহাব উদ্দিন কে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক রেজাউল ইসলাম। কমিটির অন্যান্যরা হলেন, উপজেলা কমিশনার পদে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক, কোষাধ্যক্ষ ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ইউনিট সভাপতি পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিনাশ চন্দ্র দাম, গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম, অলহরী ইজারাবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম উল্লাহ, নজরুল মেমুরিয়ায়ল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ শামসুল হক, মোঃ নজরুল ইসলাম (এলটি), শিপ্রা সরকার (এলটি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সুপারভাইজার শাহনাজ আক্তার।