প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৩:০২ PM
পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিপাতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। মিনিটে মিনিটে বাড়ছে পানি। ডুবছে নতুন নতুন এলাকা।
মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমা ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে সুনামগঞ্জ পৌরসভা, সদর উপজেলা, বিশ্বম্ভপুর, ছাতক, দোয়ারা বাজার, তাহিনপুর ও শান্তিগঞ্জসহ অন্তত ৭টি উপজেলার নিম্নাঞ্চল। ঘরবাড়ি রাস্তাঘাটে পানি ওঠায় বন্দি হয়ে পড়েছেন বন্যা কবলিত এলাকার লাখ লাখ মানুষ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। রান্না ঘর ও শৌচাগার ডুবে যাওয়া মানবেতর জীবনযাপন করছেন বন্যার্ত এলাকার নারী শিশুসহ পরিবারের বয়স্ক সদস্যরা।
বানভাসিরা জানিয়েছেন, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে ২০২২ সালের বন্যার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে। এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতার পাশাপাশি সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন। শুকনো খাবার ও ত্রাণ সহায়তা প্রার্থনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন। সুনামগঞ্জ পৌরসভার বড়পাড়ার বাসিন্দা আব্দুল বাসির বলেন, পুরো সুনামগঞ্জ শহরে পানিতে ভাসছে। আমার ঘরে হাঁটুর উপরে পানি। অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। মানুষ অনেক কষ্টে আছে। সরকারি-বেসরকারি সহযোগিতা না পেলে দুর্ভোগ আরও বাড়বে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, উজানের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে৷ তবে বন্যার ভয়াবহতা ২০২২ সাল ছাড়াবে কি না, তা এখনও বলা যাচ্ছে না। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে জানমাল নিরাপদে রাখতে পরামর্শ এই কর্মকর্তার।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, বন্যা কবলিত এলাকায় রয়েছি। আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। শুকনো খাবার, জিয়ার চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি।