শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ৫ আশ্বিন ১৪৩১
 
শিরোনাম: ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল       অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন       নতুন কোনো ইটভাটার অনুমতি নয়, বন্ধ হচ্ছে অবৈধ ৩৪৯১টি: পরিবেশ উপদেষ্টা       ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতাসহ আটক ৪       আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৮টি অভিযোগ দাখিল       বিকেল পাঁচটার পর ইসিতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা       ১০০ গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে: জ্বালানি উপদেষ্টা      


কোরবানির জন্য প্রস্তুত ‘বাংলার রাজা’, দাম ৩৫ লাখ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৫:৩১ PM

বগুড়ায় কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে শেরপুরের ‘বাংলার রাজা’।  ফ্রিজিয়ান জাতের গরুর খামারি বলেন বাড়িতেই লালন পালন করছেন গত পাঁচ বছর ধরে। শেরপুরের বাংলার রাজা নামের গরুটির ওজন ১ হাজার ৫০০ কেজি।

শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাজিপুর গ্রামে আজিজুল ইসলাম শাওনের খামারে বড় হয়ে উঠছে ‘বাংলার রাজা’ নামের ষাঁড়টি। বিক্রির ঘোষণা দেওয়ার পর থেকেই লোকজন দেখতে আসছেন ‘বাংলার রাজা’ নামের ষাঁড়টিকে। বাংলার রাজার উচুঁ পুরো শরীরের চামড়ায় সাদা লোমের আবরণের মাঝে দু’একটা জায়গায় কালো ছোপ। ঘাড় আর দু’চোখসহ চোয়ালজুড়ে কালো লোমের ছোপ রয়েছে। দেড় টন ওজনের এই ষাঁড়টি হাঁক ছাড়লে যেন ‍পুরো বাড়ি কেঁপে উঠে। ষাঁড়টির মালিক আজিজুল হক শাওন বলেন, এই ষাঁড়টি তাদের বাড়িতেই জন্ম নেয় পাঁচ বছর আগে। এরপর থেকে বাড়িতেই লালন পালন শুরু করেন।

শাওন বলেন, আমি শখ করে ষাঁড়টি পালন  করেছি। এর আগেও প্রদর্শনীতে উঠিয়েছিলাম। তিনি  বলেন, তার বাংলার রাজার যে ওজন এই ওজনের গরু রাজশাহী বিভাগের মধ্যে একটিও নেই। বিভিন্ন হাটে গিয়েছি, আমি নিজ চোখে এত বড় গরু এর আগে কখনও দেখিনি।
এ কারণে ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ৩৫ লাখ টাকা। তবে এখনও কোনো হাটে তোলা হয়নি। বাড়িতে যারা আসছেন তারা শুধু দেখে যাচ্ছেন। কেউ দাম বলেননি।

শাওন বলেন, প্রতিদিন ষাঁড়টির পেছনে ১০০০ থেকে ১ হাজার ২০০ টাকা খরচ হয়।  গরুকে ভূষি, খৈল, খড়, ধানের কুড়া, কাঁচা ঘাস খাওয়ানো হয়। গরুর নাম ‘বাংলার রাজা’ কেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের মধ্যে সেরা গরু হবে এজন্য ‘বাংলার রাজা’ রাজা নাম রাখা হয়েছে।
তিনি বলেন, ৩৫ লাখ টাকা আমাদের চাওয়া দাম।  ক্রেতারা তো দাম দর করেই নেবে।  আপাতত খামার থেকেই বিক্রির চেষ্টা করা হচ্ছে। যদি বিক্রি না হয় তাহলে ঈদের ৫ দিন আগে ঢাকার হাটে উঠাব। ষাঁড়টিকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করছে শাওনের বাড়িতে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল
আ.লীগ নেতা গুমের অভিযোগে সাবেক এমপি রাজু ও ৪৮ পুলিশসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা
শেরপুর জেলায় একযোগে সব থানার ওসিকে বদলি
দক্ষিণ কোরিয়াতে গত দুইদিনে তিন বাংলাদেশি নিহত
জেল পলাতক আসামী গ্রেপ্তার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ক্রিকেট ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করছে
পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠানে হামলার নিন্দা জানিয়েছে বিএসপি
কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রবীণগণ হচ্ছে সমাজের শিকড়
পূবাইলে জমি নিয়ে বিরোধ প্রবাসী পরিবারের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com