প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪, ৮:০১ PM
মেহেরপুর শহরের গড় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তৌফিক (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (০২ জুন) দুপুরে শহরে পুনঃ খনন করা গড় পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় সে। তৌফিক মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বেড়পাড়ার তোজাম্মেল হকের ছেলে ও মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি উপ-পরিচালক শাকরিয়া হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, স্কুল শেষে তৌফিক হোসেন তার অপর ৪ বন্ধুদের সাথে মেহেরপুর শহরের গড় পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তৌফিক সাঁতার না জানার কারণেই পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওই কর্মকর্তা।