প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৭:৪৫ PM
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, শর্ত পূরণ ছাড়া কোনোভাবেই একটি হাসপাতাল চলতে পারবে না। তিনি বলেন, হাসপাতাল পরিদর্শন অব্যাহত থাকবে। অভিযান কথাটা একটু অন্যরকম শোনায়। অভিযান তো হয় চোর ধরতে গেলে, জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে।
সোমবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সামন্ত লাল সেন বলেন, একটা অপারেশন করতে গেলে যা যা দরকার, একটা হার্টের রোগী রাখতে গেলে যে সমস্ত ব্যাক সাপোর্ট দরকার এটা ছাড়া কোনোদিনই কোনো হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে যদি অপারেশন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে তার দায়-দায়িত্ব ওই হাসপাতাল ও ওই চিকিৎসককেই নিতে হবে।
মন্ত্রী আরও বলেন, সব মেডিকেল কলেজ হাসপাতালেই রোগী মাটিতে পড়ে থাকে। এ হাসপাতালেও রোগী মাটিতে পড়ে আছেন। আমি যেটি বলতে চাই, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যদি আমরা চিকিৎসা সেবা পৌঁছে না দিতে পারি তাহলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চাপ কোনোদিনই কমবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজ শুধু চিকিৎসা সেবা দেওয়ার জন্য নয়। এখানে শিক্ষা, গবেষণা সবই আছে। সুতরাং আমরা জেলা হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোকে আরও উন্নত করব।