প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:৩৯ PM
নরসিংদীর রায়পুরায় নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় আটককৃত ড্রেজার ছিনিয়ে নিতে গ্রামবাসীর উপর গুলিবর্ষণ করেছে বালু খেকোরা। বালু খেকো সন্ত্রাসীরা এসময় স্পিডবোট থেকে শর্টগান দিয়ে গুলি ছোঁড়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার মির্জাচর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। sএলাকাবাসী সূত্রে জানা যায়, মির্জাচরের শান্তিপুর মেঘনা নদীতে বেশ কয়েকদিন ধরে বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে করে গ্রামবাসীর ফসলী জমি ও বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এসব বিষয়ে স্থানীয় গ্রামবাসী প্রশাসনের নিকট অভিযোগ সহ বিক্ষোভ করে আসছিলেন। এরপরও নেমে নেই অবৈধ বালু উত্তোলন করা। পরে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে বালু উত্তোলনের ড্রেজার আটক করে নিয়ে আসেন। পরে বালু খেকোরা গ্রামবাসীদের কাছ থেকে বালু উত্তোলনের ড্রেজার উদ্ধারের জন্য পাঁচটি স্পিডবোটে করে আসা ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল শর্টগান থেকে এলাকাবাসীর উপর গুলিবর্ষণ করতে থাকে। মির্জাচর ইউপি সদস্য শাহ আলম জানান, চার মাস ধরে একটি পক্ষ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে মির্জাচরের শান্তিপুরসহ আশপাশের জমি বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় গ্রামবাসী অবৈধভাবে বালুর উত্তোলনের ড্রেজার আটক করে।
আর সেই ড্রেজার উদ্ধার করতে এসে এলাকাবাসীর উপর গুলিবর্ষণ চালায় সন্ত্রাসীরা। তিনি আরও জানান, নিজের জমি রক্ষায় গ্রামবাসী বালু খেকো সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট শফিকুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনা শুনিনি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি কিন্তু সেখানে কোনো বালুমহল নেই।বালু উত্তোলনের অবস্থান জিরো টলারেন্স। এ বিষয়ে বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ির তদন্ত (ওসি) মোঃ ফরিদ উদ্দিন খাঁন জানান,এলাকাবাসীর উপর গোলাগুলির ঘটনাটি অবগত নন বলে মন্তব্য করেন।