প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:০৫ PM
আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সাতজন চিকিৎসকসহ সব সফরসঙ্গীর ভিসাও পাওয়া গেছে। জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিকঠাক থাকলে ‘লং ডিস্ট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্সে’ তাকে লন্ডনে নেয়া হবে। তবে এয়ার অ্যাম্বুল্যান্স না পাওয়া গেলে তার বিদেশ যাত্রা দু-এক দিন পিছিয়েও যেতে পারে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ৮ নভেম্বর তার লন্ডন যাওয়ার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে মেডিক্যাল বোর্ডের সাত চিকিৎসক, নার্স ও তিন সহকারীসহ ১৬ জন যাবেন বলেও তিনি উল্লেখ করেন।