প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৮:০৯ PM
বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের আয়োজনে জাতীয় প্রেসক্লাব আকরাম খাঁ হলরুমে" বনেক মিডিয়া অ্যাওয়ার্ড ও বর্ষসেরা সাংবাদিকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব, রনজক রিজভী- উপস্থাপক ও সাবেক বার্তা সম্পাদক এসএ টিভি, জনাব রাকিবুল হাসান-স্পোর্টস এডিটর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, জনাব, তাজবীর সজীব- সম্পাদক, দৈনিক অধিকার ও সহকারী অধ্যাপক সোনারগাও ইউনিভার্সিটি, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ড.মোঃ ইদ্রিস খান, দৈনিক উপচার পত্রিকার সম্পাদক ড.আবু ইউসুফ সেলিম,দৈনিক গনধব্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক উত্তরা নিউজের সম্পাদক জনাব তারেকউজ্জমান খান, জনাব মোহাম্মদ মাসুদ, সম্পাদক দৈনিক সবুজ বাংলাদেশ, জনাব মোঃ জাকির হোসেন, সম্পাদক দৈনিক খবর বাংলাদেশ, জনাব এইচ এম এস তারেক ভুঞা, সম্পাদক স্বাধীন নিউজ২৪.কম, জনাব মোঃ আমিরুল ইসলাম আসাদ, প্রধান সম্পাদক বিডি২৪লাইভ.কম,জনাব খায়রুল আলম রফিক, প্রধান সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ,জনাব সোহাগ আরেফিন, সভাপতি-চট্টগ্রাম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন, জনাব ফরিদুল মোস্তফা খান, সম্পাদক-প্রকাশক দৈনিক কক্সবাজারবাণী,
প্রতিদিনের কাগজ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪
* “চারণ সাংবাদিক”
১। সমরেন্দ্র বিশ্বশর্মা (সমকাল, কেন্দুয়া) ॥
২। এনামুল হক বাবুল (আমাদের সময়, নান্দাইল) ॥
৩। মনোনেশ দাস (ইত্তেফাক, মুক্তাগাছা) ॥