প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:৫৮ PM
ইতালির থিয়েনে প্রবাসী বাংলাদেশি যুবকদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) থিয়েনে বাইতুল মামুর জামে মসজিদ কমিটি ও যুব সম্প্রদায়ের উদ্যোগে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইতালিতে বেড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে তাদেরকে ইসলামী মূল্যবোধ, ইসলাম সম্পর্কে ধারণা দেয়া এবং ওয়াজ এর মাধ্যমে দেশে যেভাবে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে ভূমিকা রাখা হয় তারই আদলে যেন এ দেশের বেড়ে ওঠা ছেলে মেয়ের যেনো ইসলামী পথে চলতে পারে দ্বীন ও ইসলামের জ্ঞান আরোহন করতে পারে সেই লক্ষ্য নিয়ে প্রতিবছরের ন্যায় ৯ম বছরের আয়োজন ছিল এ ওয়াজ ও দোয়া মাহফিল।
বাংলাদেশের মত করে বাহিরে বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে এ ওয়াজের আয়োজন করা হয়।
ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মধ্য দিয়ে বাদ আসর অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং কোরআন প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে করা হয় পুরস্কার বিতরণ। মাগরিবের নামাজ শেষে ওয়াজ ও দোয়া মাহফিলের মূল পর্ব শুরু হয়। বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক কাজী সাত্তার ও অত্র মসজিদের সম্মানিত ইমাম মাওলানা ইসরাফিল সাহেবের যৌথ পরিচালনায় বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সভাপতি সুলতান সরকারের সভাপতিত্বে মাওলানা ইসরাফিল সাহেবের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মানিত অতিথিরা আসন গ্রহণ করেন এবং বিশেষ বক্তা হিসেবে হাফেজ মাওলানা জুবায়ের সাহেব মূল্যবান বয়ান শুরু করেন।
ওয়াজ দোয়া মাহফিলে দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তারা তাদের আলোচনায় তুলে ধরেন। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে আরো বয়ান করেন হযরত হাফেজ মাওলানা মুফতি আসাদ ফাহিম, ইসলামিক স্কলার শায়খ ইমরানী (মরক্কো) ইমাম খতিব বেরগামো জামে মসজিদ, ইসলামিক স্কলার শায়খ আদিল (ফিলিস্তিন)। ওয়াজ মাহফিলের শেষ অংশে প্রধান বক্তা শায়খ ডঃ মাহমুদুল হাসান যুক্তরাজ্য থেকে আগত যুক্তরাজ্য এনটিভির জীবন জিজ্ঞাসা প্রোগ্রামের আলোচক উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। নিকটবর্তী কমিউনির মুসল্লীগণের পাশাপাশি আলতে, আরজিনিয়ানো, ভিছেন্সা, এসকিও, মালো, পিউভেনে, লুগো, জুলিয়ানো, সহ আশপাশের প্রভিন্স থেকে ও দ্বীনি মূল্যবান বয়ান শোনার জন্য অনেক মুসল্লিরা উপস্থিত হন।
গুরুত্বপূর্ণ আলোচনা শেষে শায়খ ডঃ মাহমুদুল হাসান মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে মোনাজাতে প্রবাসের মাটিতে যেন ছেলে সন্তানদেরকে ইসলামী পরিবেশে ইসলামী মূল্যবোধের বিশ্বাসী নেক সন্তান হিসেবে গড়ে তোলা যায় এবং নেক সন্তান হিসেবে আল্লাহ কবুল করেন সেজন্যে ও বিশ্বময় অস্থিরতা নিরসনে এবং ফিলিস্তিন-লেবানন ইয়েমেন নির্যাতিত ভাই-বোনদের জন্য সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সব অরাজকতা কাটিয়ে আল্লাহ যাতে সবাইকে শান্তির পথে রাখে শান্তির পথ দেখায় সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করেন। মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লিদের জন্যে তবারক ও নৈশভোজের আয়োজন করা হয়।
সবশেষে মসজিদ কমিটি ও থিয়েনে বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে মসজিদের সাধারণ সম্পাদক কাজী সাত্তার আগত অতিথি মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি সফল ইসলামী অনুষ্ঠান আয়োজনের জন্য যারা নিরলস পরিশ্রম করেছেন থিয়েনে যুব সম্প্রদায়ের সকল স্বেচ্ছাসেবক দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের নিকট দোয়া চান যাতে একটি সুন্দর ইসলামী মূল্যবোধের সুন্দর সমাজ ব্যবস্থা চালু করা যায়। সবার প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান এর মন্তব্য ঘোষণা করেন। মসজিদের সভাপতি ও ওয়াজ দোয়া মাহফিলের সভাপতি করা সুলতান সরকার।