জার্মানির ফ্রাংকফোর্ট বাংলাদেশী দোকানের যাত্রা
ফাতেমা রহমান রুমা, ফ্রাংকফোর্ট থেকে
প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৮:১৫ PM
ফ্রাংকফোর্ট মেইন স্টেশন এলাকায় টাওনুস রোডে ‘পাটোয়ারি এন্টারপ্রাইজ’ নামে বিশাল এক বাংলাদেশী পণ্যসামগ্রীর দোকান উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল প্রবাসী বাংলাদেশীরা সুলভ মূল্যে দেশী পণ্যসামগ্রী ক্রয় করেন এবং পাটোয়ারী পরিবারকে ধন্যবাদ জানান।
প্রবাসের মাটিতে দেশীয় পণ্য সামগ্রী সুলভ মুল্যে স্বদেশী মানুষের কাছে পৌছে দেওয়ার এই ব্যাবসায়িক প্রচেষ্টাকে ফ্রাংকফোর্ট শহরের বিপুল সংখ্যক বাংলাদেশীরা সাধুবাদ জানান। তারা আনন্দচিত্তে দেশীয় মাছ-সবজীসহ রকমারী পণ্য ক্রয় করেন। এখানে উল্লেখ্য,পাটোয়ারী এন্টারপ্রাইজ সংলগ্ন বাংলাদেশী রেস্টুরেন্ট Crunch and Munch এর দুই তরুণ উদ্যোক্তা টিপু এবং সাইদকেও প্রবাসীরা ধন্যবাদ জানান। পাশেই আরও একটি ছোট পরিসরে ফাস্টফুডের দোকান আছে আরেক প্রবাসীর।
ফ্রাংকফোর্ট শহরের টাওনুস রোডের ( ডিবি ৪২ তলা বিল্ডিং) ঠিক পাশেই যেনো ছোট একটি বাংলাদেশ গড়ে উঠেছে। প্রতিদিন অনেক প্রবাসী বাংলাদেশী ভাই- বোনেরা নিজেদের মিলনস্থলে পরিনত করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে পাটোয়ারী পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি সকল পণ্যের ওপর ১০ শতাংশ মূল্য হ্রাস ও মজাদার আপ্যায়নের ব্যবস্থা করেন। সস্তায় বাংলাদেশী পণ্য পাওয়ায় জার্মানির বাঙালি প্রবাসীরা প্রাণবন্ত হয়ে ওঠে। একটুকরো বাংলাদেশ এ পরিনত হোল টাওনুস রোডে ।