প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৩:৩২ PM
প্যারিসের ক্যাথসীমায় ধানসিঁড়ি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত বুধবার ফ্রান্সে বসবাসরত জাতীয়তাবাদী যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাঠা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা মির্জা খালিদ , মোহাঃ এনামুল হক , ইয়াসিন আহমদ , আরাফাত তালুকদার ,জুনেদ আহমদ জিসান , আব্দুল জলিল , শেখ জুনেদ আহমদ , ময়নুল হক , ফখরুল ইসলাম , হাসান আহমদ , শাকিল আহমদ , দেলোয়ার আহমদ সহ যুবদলের নেতারা।
এসময় বক্তারা বলেন লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না। আওয়ামী দুঃশাসনের সকল মিথ্যে মামলা ও দুর্নিতির বিচার বাংলার মাটিতে হবে।