রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ ১ পৌষ ১৪৩১
 
শিরোনাম: দুই দফা বেড়ে কমল সোনার দাম       বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ       গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‍্যাব বিলুপ্তির সুপারিশ       ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় এলো ৩৫ হাজার টন চাল       মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ       সবার জন্য বাসযোগ্য ও উপভোগ্য দেশ গড়ে তুলব: তারেক রহমান       ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করল যুক্তরাষ্ট্র      


কতক্ষণ অন্তর খেলে হজম ভালো হবে, শরীরে জমবে না মেদ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৭:০৩ PM

সুস্থ থাকতে সুষম খাবারের বিকল্প নেই। সেসঙ্গে যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অবশ্যই ঘড়ির কাঁটা ধরে খেতে হবে। শারীরিক সুস্থতার ক্ষেত্রে কী খাচ্ছেন তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কখন খাচ্ছেন তাও গুরুত্বপূর্ণ। 

কতক্ষণ অন্তর খেলে হজম ঠিকমতো হবে? চলুন জেনে নিই পুষ্টিবিদ কী বলেন- 

পুষ্টিবিদদের মতে, প্রতি দুই থেকে তিন ঘণ্টা অন্তর খাবার খাওয়া উচিত। একবারে ভারী খাবার না খেয়ে বারে বারে অল্প অল্প করে খেতে হবে। এতে হজম ভালো হবে। শরীরেও মেদ জমবে না। বিশেষজ্ঞের পরামর্শ, সকালের নাশতা না খেয়ে, পরের বেলায় চর্ব-চোষ্য খেয়ে ফেললে কোনো লাভই হবে না। অনেকেই ভাবেন যে, বার বার খাবার খেলে শরীরে মেদ জমবে। এই ধারণা সম্পূর্ণই ভুল। দিনে তিনবার ভারী খাবার খাওয়ার চেয়ে ছয় বার অল্প অল্প করে খান। এতে শরীর ঠিক থাকবে। সকাল, দুপুর ও রাত— এই তিনবেলার খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে মাঝের সময়েও একেবারে পেট খালি রাখলে চলবে না। বেশিক্ষণ পেট খালি থাকলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির ভয় থাকে। পুষ্টিবিদদের মতে, প্রতিটি খাবারের মধ্যে অন্তত ২-৩ ঘণ্টার ফারাক থাকতে হবে। হালকা খাবার কয়েক ঘণ্টা অন্তর অন্তর খেতে হবে। 

যেমন, সকালের নাশতায় দুধ-কর্নফ্লেক্স বা ওটস খেলে ‘মিড মর্নিং’-এ মরসুমি ফল বা একমুঠো বাদাম খেতে হবে। আবার দুপুরের খাওয়ার পর লম্বা বিরতি দিয়ে রাতে খেলে চলবে না। তার মাঝে বিকেলে হালকা কিছুও খেতে হবে। এসময় ছাতু, বাদাম, শুকনো ফল খেতে পারেন। বিকেল বা সন্ধ্যার নাশতায় ভুলেও ভাজাভুজি বা মুচমুচে স্ন্যাকস খাওয়া চলবে না। এতে ওজন বাড়ার আশঙ্কা থাকে। 

শরীরের বিপাক হারের ওপর নির্ভর করে একজন ব্যক্তির কতক্ষণ অন্তর খাওয়া জরুরি। সকালে কখন উঠছেন, কতটা শারীরিক পরিশ্রম করছেন, শরীরচর্চার অভ্যাস রয়েছে কি না— এই বিষয়গুলো খাওয়াদাওয়া এবং তার সময়ের ওপর নির্ভর করে। সবমিলিয়ে বলা যায়, সময় মেপে খাওয়া খুব জরুরি।







 সর্বশেষ সংবাদ

চতুর্থবারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার হলেন এমবাপে
শেখ হাসিনার নামে ঝালকাঠিতে দু’টি এজাহার দায়ের
দুই দফা বেড়ে কমল সোনার দাম
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩১৬ জন, মৃত্যু ৩
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ত্রিশালে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২০ লিটার চোলাই মদসহ আটক এক ব্যবসায়ী
ফরিদপুরের সালথায় শিক্ষা কর্মকর্তার পকেটে স্কুল সংস্কারের অর্ধকোটি টাকা
শেরপুরে যুব মহিলা লীগ নেত্রী শিমুর বিরুদ্ধে মামলা
শেরপুর জেলা কারাগার সীমিত পরিসরে চালু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com