শনিবার ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


দলীয় পদ ও ক্ষমতাকে কুক্ষিগতকরণ এবং অসংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলা
ইতালি থেকে
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৮:৪১ PM

গত ১২/১০/২০২৪ শনিবার, ইতালি ভিছেন্সা প্রবিন্সের আলতে মোনতেক্কিও স্থানীয় এক হলে ভিছেন্সা বিএনপি'র সভাপতি আজিজুর রহমান সাধারণ সম্পাদক ফিরোজ খন্দকার সাংগঠনিক নিয়মকে উপেক্ষা করে তাদের নিজস্ব আস্থাভাজন কিছু সংখ্যক স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে পূর্ব ঘোষিত এক সভার  আয়োজন করেন। ওই একই শহরে বসবাসরত অনেক নেতৃবৃন্দ যারা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ইউরোপের প্রতিটি দেশে প্রত্যক্ষ ভাবে উপস্থিত থেকে দলের পক্ষে কাজ করেছেন, এ ধরনের নেতৃবৃন্দদেরকে এ সভায় আমন্ত্রণ জানানো হয়নি, তাদের মধ্যে উল্লেখযোগ্য ওই একই কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ইউরোপের পরিচিত মুখ শিকদার মোঃ কায়েশ।
 স্থানীয় নেতাকর্মীরা এই বিষয়টিকে অসাংগঠনিক কর্মকাণ্ড ও দলের মাঝে গ্রুপিং কিংবা বিভাজন সৃষ্টি হিসেবেই দেখে। 
 অনুষ্ঠান শুরুর পরপরই অনেকেই এ ব্যাপারে জানতে চায় কিন্তু ভিছেন্সা বিএনপি'র সভাপতি আজিজুর রহমান, প্রধান উপদেষ্টা এস এম আলমগীর, সাধারণ সম্পাদক ফিরোজ খন্দকার, সাধারণ নেতাকর্মীদের এ প্রশ্নের কোন উত্তর না দিয়েই দাম্ভিকতার সাথে, যাদেরকে তাদের নিজস্ব বলয়ের  বিপরীতের নেতাকর্মী হিসেবে মনে করেছেন তারা সামাজিকভাবে সম্মানিত ব্যক্তি হোক না কেন, দলে তাদের অবদান যতই থাকুক না কেন তাদেরকে তেমন কোন মূল্যায়ন না করে, অনেক অপরিচিত কিন্তু তাদের আস্থাভাজনদেরকে আসন গ্রহণ করিয়ে অনুষ্ঠানের কার্যক্রম চালাচ্ছিলেন, এবং যদিও কথা ছিল আলতে মোনতেক্কিও শহরের স্থানীয় নেতা কর্মীদের নিয়ে কমিউনি ভিত্তিক আলোচনা সভা, কিন্তু ভিছেন্সা বিএনপি'র তাদের নিজস্ব বলয়ের সকল নেতৃবৃন্দদেরকে এমনকি কিছু সংখ্যক বহিরাগত ও আওয়ামী লীগের স্থানীয় মাস্তান প্রকৃতির  দুর্বৃত্তদের সভা স্থলে উপস্থিত রাখেন যাতে কেহ তাদের অন্যায়ের জবাবদিহিতা কিংবা প্রশ্ন করতে না পারে। 

উল্লেখ যে সুদীর্ঘ বছর পূর্বেই এই কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তারপরেও স্বৈরাচারী ফ্যাসিস্ট ক্ষমতালোভী হাসিনার পদ্ধতিতে সভাপতি জনাব আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জনাব ফিরোজ খন্দকার, প্রধান উপদেষ্টা এস এম আলমগীর তাদের ক্ষমতাকে ও পদপদবী কে স্থায়ীকরণ কিংবা কুক্ষিগত করার জন্য এমন কোন দুর্নীতি ও অসংগঠনিক কর্মকান্ড অপতৎপরতা বাকি রাখেনি। এক্ষেত্রে যারা প্রকৃত জিয়ার সৈনিক যারা দলের কথা বিবেচনা করে প্রতিবাদ করেছে এবং যাদেরকে পরবর্তীতে তাদের প্রতিদন্ধী মনে হয়েছে, তাদেরকেই বিভিন্ন সময় বহিষ্কার করে অর্থের বিনিময়ে শূন্য পদে তাদের তাদের আস্থাভাজন অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন, এক্ষেত্রে ইতালি বিএনপি'র নির্দেশনা কেও অমান্য করার মতো ধৃষ্টতা তারা দেখিয়েছে। যার কারণে ইতালি বিএনপি'র প্রজ্ঞাবান নেতৃত্ব তাদেরকে চিঠি ইস্যু করে অসংগঠনিক কর্মকান্ড বন্ধের নির্দেশও  দিয়েছিলেন। কিন্তু ক্ষমতালোভী আজিজ ফিরোজ তা তোয়াক্কা না করে স্বৈরাচারী হাসিনা পদ্ধতিতেই তাদের কার্যক্রম পরিচালনা করছেন। তাদের অপরাধের পরিমাণ অধিক হওয়ার কারণে প্রবাসের মাটিতে মানুষ ঝামেলা পছন্দ করে না বিদায় দল করা ছেড়ে দিয়েছে। 

ইতালি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবদল ভিছেন্সা শাখার প্রধান উপদেষ্টা ঢাকা বাড্ডার কৃতি সন্তান জনাব ইমরান খান, দলের মাঝে গ্রুপিং ও বিভাজন সৃষ্টিকারী সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজ খন্দকারের উদ্দেশ্যে জানতে চান, প্রত্যেকটা কমিটি দলের চেন ওফ কমান্ড মেনে কাজ করে, কিন্তু আপনারা কেন এই ধারা ভঙ্গ করে আপনাদের নিজস্ব খামখেয়ালী মত যাকে ইচ্ছা বহিষ্কার করেন যাকে ইচ্ছা দলে পুনরায় নিয়োগ দেন, এসব কি আপনারা ইতালি বিএনপি'র নেতৃবৃন্দদেরকে অবগত করেন? আর যদি করে থাকেন তাহলে ইতালি বিএনপির অনুমোদন আমরা দেখতে চাই। তার এ প্রশ্নের উত্তরে সভাপতি আজিজুর রহমান তাকে ব্যক্তিগতভাবে পরে এ ব্যাপারে জানাবেন বলে চুপ থাকার জন্য বলেন।

তার কিছুক্ষণ পরে এ সমস্ত অসংগঠনিক ও  দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের প্রতিবাদস্বরূপ শিকদার মোহাম্মদ কায়েস কথা বলতে চাইলে, তাকে বলতে দিতে অস্বীকৃতি জানায় এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের প্রতিবাদে শিকদার মোহাম্মদ কায়েস কে কথা বলতে দেওয়া হয়, সিকদার মোহাম্মদ কায়েস যথেষ্ট সাংগঠনিক ভাষায় তাদের বিভিন্ন অপকর্ম অসংগঠনিক কর্মকান্ড এবং বিভিন্ন সময়ে নেতাকর্মীদের সুনির্দিষ্ট কারণ ছাড়া যে বহিষ্কার করা হয় এবং সামাজিকভাবে হেও প্রতিপন্ন করা হয় এ ব্যাপারে জানতে চান, এবং ইতালি বিএনপি এই বহিষ্কার অনুমোদন করেছে কিনা এবং যাদেরকে নতুন অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয় তাদের অনুমোদন দিয়েছে কিনা এ ব্যাপারে জানতে চান, এবং তাকে কেন এই আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়নি এব্যাপারে জানতে চাইলে বহিরাগত এক মাস্তান, সন্ত্রাসী যার উপর ভিত্তি করে বিগত সময়ে নেতাকর্মীদের সাথে অসদাচরণ বিভিন্ন অসংগঠনিক কর্মকান্ড ধরে আসছেন (মাসুদ মোড়ল) প্রশ্নকর্তাকে থামিয়ে দিতে হট্টগোল শুরু করেন, কিন্তু ক্ষিপ্ত নেতা কর্মীরা ইতালি ও জাতীয়তাবাদী যুবদল ইতালি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদল ভিছেন্সা শাখার প্রধান উপদেষ্টা ইমরান খান তার বক্তব্য চালিয়ে যেতে বলেন, একপর্যায়ে বহিরাগত  সন্ত্রাসী মাসুদ মোড়ল গং শিকদার মোহাম্মদ কায়েসের উপর আকর্ষিকভাবে হামলা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে জনাব ইমরান খান ও হামলার শিকার হন।

পরবর্তীতে স্থানীয় ক্ষিপ্ত নেতাকর্মীরা বহিরাগত মাস্তান সহ দুর্নীতিগ্রস্ত ক্ষমতালোভী অনেককেই গণধোলাই দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু দলের সিনিয়র সহ-সভাপতি শিকদার মোহাম্মদ কায়েস, সহ-সভাপতি জাফর আহমেদ, যুবদলের প্রধান উপদেষ্টা ইমরান খান, যুবদল সভাপতি মাইনুদ্দিন প্রিন্স, সহসভাপতি কামাল মাঝি, সিনিয়র সহ-সভাপতি যুবদল ফরহাদ হোসেন, সম্মানিত প্রথম সদস্য যুবদল জাকির হোসেন, মামুন খান, আনিসুর রহমান, মহম্মদ ইদ্রিস আলী, মোঃ উজ্জল, শরীফ হোসেন, মোহাম্মদ রফিক, বুলবুল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে ৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
অমিতাভ বচ্চন যে সিনেমার জন্য সুপারস্টার
ইসি স্বাধীন হলেও সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি
ফের এক ব্রাজিলিয়ান ক্লাবের দাপট, হারাল চেলসিকে
ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সালথার কাউন্সিল সম্মেলন কে সামনে রেখে প্রস্তুতি কর্মীসভা অনুষ্ঠিত
হাজারো প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসে উদ্‌যাপিত হলো বাংলার মেলা
সোনারগাঁয়ে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা, ডাম্পিং জোনের দাবিতে সংবাদ সম্মেলন
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com