প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৯ PM
জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে জয়দেবপুর থানার উদ্যােগে ভাওয়াল মির্জাপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে দেশের বর্তমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম। গাজীপুর সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সোহাগ মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লি, জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী, জেলা জাতীয় পার্টির রফিকুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লি, সাবেক মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক মুসুল্লি, সেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান সহ মির্জাপুর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উক্ত বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন।