প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৯ PM
পাকিস্তান ক্রিকেট লম্বা সময় ধরেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ম্যান ইন গ্রিনরা গত বছর ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল অন্যতম ফেভারিট হিসেবে। তবে ভারতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তারা সেমিফাইনালেও ওঠতে পারেনি। এরপর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে, নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে শাহিন আফ্রিদিরা।
চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাজে পারফর্ম্যান্সের কারণেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। পাকিস্তান ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতার তালিকায় সবশেষ সংযোজন ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়া। দেশটির ক্রিকেটের এমন পরিস্থিতিতে নানা বিষয় নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইউনিস খান।
যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তার মতে, পাকিস্তানের ক্রিকেটাররা পারফর্ম করার চেয়ে বেশি কথা বলেন। পাকিস্তানের এক অনুষ্ঠানে গিয়ে ইউনিস খান বাবরকে কিছু পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বলেছেন, পাকিস্তানের ক্রিকেটাররা পারফর্ম করার চেয়ে কথা বেশি বলেন।
ইউনিস বলেছেন, ‘বাবরের জন্য আমার একমাত্র পরামর্শ হলো, তার উচিৎ ক্রিকেটে মনোযোগ দেওয়া। তার উচিৎ নিজের পারফর্মেন্স বাড়ানো। বাবর আজমকে অধিনায়ক করা হয়েছিলো কারণ ওই সময়ের সেরা ক্রিকেটার ছিলো সে। দলের সেরা ক্রিকেটারকে অধিনায়ক বানানোর সিদ্ধান্ত নেওয়ার সময় আমি পাকিস্তান দলে ছিলাম। ’
এসময় ইউনিস আরও বলেন, ‘যদি বাবর ও অন্যান্য শীর্ষস্থানীয় ক্রিকেটাররা মাঠে পারফর্ম করে, তাহলে ফলাফল সবার কাছেই পরিষ্কার হয়ে যাবে। আমি একটা বিষয় খেয়াল করেছি, আমাদের ক্রিকেটাররা পারফর্ম করার চেয়ে কথা বেশি বলে থাকে।’
এছাড়া বাবর আজমকে বিরাট কোহলির কাছ থেকেও শিখতে বলেছেন ইউনিস। তার মতে, ‘বাবর অনেক অল্প বয়সে অনেক কিছু অর্জন করেছে। তবে তাকে বুঝতে হবে যে, সে ভবিষ্যতে কী অর্জন করতে চায়। অধিনায়কত্ব ছোটখাটো ব্যাপার, তবে পারফরম্যান্স হচ্ছে জরুরি বিষয়।
বিরাট কোহলির দিকেই দেখো না, সে নিজের ইচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলো এবং এখন সে বিশ্বজুড়ে রেকর্ড ভেঙে চলেছে। এখানেই দেখা যাচ্ছে যে, দেশের হয়ে খেলাটাই সবসময় প্রাধান্য পাওয়া উচিত। এরপর যদি কোনো শক্তি অবশিষ্ট থাকে, তাহলে নাহয় নিজের জন্য খেলো।’